গুপ্ত জানালা
দরজা জানালা বিহীন এক অদ্ভূত অন্ধকারাচ্ছন্ন ঘর।
যার কোন অস্তিত্ব নেই এই বাহ্যিক পৃথিবীতে।
তবুও আমরা অবরুদ্ধ এই রহস্যময় ঘরের চার দেওয়ালের মাঝে।
চোখ আছে, তবুও দেখার বাইরে অনেক কিছুই অদেখা রয়ে যায়,
রহস্যময় গোলক ধাঁধাঁয় ধূসর আলোয় হাতরে বেরাই ঘরের চার পাশ।
না পাই খুঁজে আলোর শিখা, না পাই খুঁজে কোন সহজ পথ বের হবার,
তবুও আমরা চাই অস্পর্শা সূর্যের সোনালী আলোর স্পর্শ।
হঠাৎ একজন শিকল ভেঙ্গে জ্বালায় শীতল আলোর মশাল,
আর সেই শীতল আলোতেই খুঁজে পায় একটি স্বচ্ছ গুপ্ত জানালা।
সেই গুপ্ত জানালা গলে হাত বারিয়ে এক মুঠো জোনাকির আলোর মত
স্বপ্ন ছড়িয়ে দিল অন্ধকারে অদৃশ্য রহস্যময় ঘরের সবার মাঝে ।
এই স্বপ্ন মুক্তির স্বপ্ন, এই স্বপ্ন শান্তির মেঘ থেকে এক ফোঁটা বৃষ্টির স্বপ্ন,
এই স্বপ্ন নীল অম্বরে ডানা মেলে মুক্ত বিহঙ্গের মত উড়ার স্বপ্ন।
গোপন এই জানালা আমদের মধ্যে হাজার বছরের এক অসমাপ্ত রহস্য।
টোলামোর,আয়ারল্যান্ড
০৭/০৩/২০১৬ইং
যার কোন অস্তিত্ব নেই এই বাহ্যিক পৃথিবীতে।
তবুও আমরা অবরুদ্ধ এই রহস্যময় ঘরের চার দেওয়ালের মাঝে।
চোখ আছে, তবুও দেখার বাইরে অনেক কিছুই অদেখা রয়ে যায়,
রহস্যময় গোলক ধাঁধাঁয় ধূসর আলোয় হাতরে বেরাই ঘরের চার পাশ।
না পাই খুঁজে আলোর শিখা, না পাই খুঁজে কোন সহজ পথ বের হবার,
তবুও আমরা চাই অস্পর্শা সূর্যের সোনালী আলোর স্পর্শ।
হঠাৎ একজন শিকল ভেঙ্গে জ্বালায় শীতল আলোর মশাল,
আর সেই শীতল আলোতেই খুঁজে পায় একটি স্বচ্ছ গুপ্ত জানালা।
সেই গুপ্ত জানালা গলে হাত বারিয়ে এক মুঠো জোনাকির আলোর মত
স্বপ্ন ছড়িয়ে দিল অন্ধকারে অদৃশ্য রহস্যময় ঘরের সবার মাঝে ।
এই স্বপ্ন মুক্তির স্বপ্ন, এই স্বপ্ন শান্তির মেঘ থেকে এক ফোঁটা বৃষ্টির স্বপ্ন,
এই স্বপ্ন নীল অম্বরে ডানা মেলে মুক্ত বিহঙ্গের মত উড়ার স্বপ্ন।
গোপন এই জানালা আমদের মধ্যে হাজার বছরের এক অসমাপ্ত রহস্য।
টোলামোর,আয়ারল্যান্ড
০৭/০৩/২০১৬ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অ ২৪/০৪/২০১৬সুন্দর কবিতা ।
-
মাহাবুব ০৮/০৩/২০১৬বেশ ভালো হয়েছে কবিতাটা কবি শুভেচ্ছা নিবেন।
-
মোঃ ফিরোজ হোসেন ০৮/০৩/২০১৬বেশ ভাল, শুভেচ্ছা রইল কবি
-
পদ্মনীল ০৮/০৩/২০১৬দারুন হয়েছে
-
হরিশ বর্মন (বুলবুলি) ০৭/০৩/২০১৬ভালো লাগলো পড়ে সুন্দর।
-
রাশেদ খাঁন ০৭/০৩/২০১৬nice
-
পরশ ০৭/০৩/২০১৬খুব সুন্দর