শিহরণ
(সেক্সপিয়োরিয় ছন্দে লেখা সনেট)
আমি পছন্দ করি শুভ্র বারির ধারা
যখন সে তোমার উপর ঝরে পরে।
ভেজা এই তনু মন আজ পথ হারা,
চলনা যাই উড়ে মেঘের রথে চড়ে।
আমি শিহরিত ঐ দু’চোখের আভায়,
আমি রোমাঞ্চিত ঐ ঠোঁটের কামনায়।
রাঙ্গিয়ে দাও আমায় তোমার শোভায়,
চলনা মরি ডুবে ঐ প্রেম যমুনায় ।
তুমি যে এক নিখাদ অলংকার এই
প্রকৃতির তরে। আছ তুমি মুক্ত হয়ে
আমার ঝিনুক ফোটা বুকে। এসো খেই
হারিয়ে যাই চলে নদীর সাথে বয়ে ।
রাখবো তোমায় আমি এই বাহু ডোরে
ঝড় দেখে কখনো যেওয়া দূরে সরে ।
৩০/০১/২০১৬ইং
টোলামোর,আয়ারল্যান্ড।
আমি পছন্দ করি শুভ্র বারির ধারা
যখন সে তোমার উপর ঝরে পরে।
ভেজা এই তনু মন আজ পথ হারা,
চলনা যাই উড়ে মেঘের রথে চড়ে।
আমি শিহরিত ঐ দু’চোখের আভায়,
আমি রোমাঞ্চিত ঐ ঠোঁটের কামনায়।
রাঙ্গিয়ে দাও আমায় তোমার শোভায়,
চলনা মরি ডুবে ঐ প্রেম যমুনায় ।
তুমি যে এক নিখাদ অলংকার এই
প্রকৃতির তরে। আছ তুমি মুক্ত হয়ে
আমার ঝিনুক ফোটা বুকে। এসো খেই
হারিয়ে যাই চলে নদীর সাথে বয়ে ।
রাখবো তোমায় আমি এই বাহু ডোরে
ঝড় দেখে কখনো যেওয়া দূরে সরে ।
৩০/০১/২০১৬ইং
টোলামোর,আয়ারল্যান্ড।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান জীবন ০১/০২/২০১৬নান্দনিকতার নান্দনিক
-
ধ্রুব রাসেল ৩১/০১/২০১৬দারুণ
-
অ ৩০/০১/২০১৬দারুণ সনেট ।
-
হিরণ্য হারুন ৩০/০১/২০১৬ভালো লাগলো
-
বিদ্রোহী ফাহিম খান ৩০/০১/২০১৬দুর্দান্ত