তোমার অস্তিত্ব
শত বার আমি চেয়েছিলাম তোমাকে ঘৃণা করে
তোমার অস্তিত্বকে অস্বীকার করে তোমায় ভুলে যেতে।
কিন্ত অবচেতন মনের আনাচে কোনাচে ধ্রুব সত্য হয়ে
মনের মাঝে গেঁথে আছে শুধু তোমারই প্রতিচ্ছবি।
শত বার আমি চেয়েছিলাম তোমার সীমানা ছেড়ে
দূর বহু দূর নিরবে নিভৃতে পালিয়ে যেতে ।
কিন্ত অবচেতন মনের শেষ সীমানায় দেখি আছ তুমি
ভালবাসার সাত রঙ নিয়ে দাঁড়িয়ে আমারই অপেক্ষায় ।
তোমায় ছেড়ে বল কোথায় যাব? যেতে চাইলেই কি যাওয়া যায়?
১৩/০১/২০১৬ইং
টোলামোর, আয়ারল্যান্ড
তোমার অস্তিত্বকে অস্বীকার করে তোমায় ভুলে যেতে।
কিন্ত অবচেতন মনের আনাচে কোনাচে ধ্রুব সত্য হয়ে
মনের মাঝে গেঁথে আছে শুধু তোমারই প্রতিচ্ছবি।
শত বার আমি চেয়েছিলাম তোমার সীমানা ছেড়ে
দূর বহু দূর নিরবে নিভৃতে পালিয়ে যেতে ।
কিন্ত অবচেতন মনের শেষ সীমানায় দেখি আছ তুমি
ভালবাসার সাত রঙ নিয়ে দাঁড়িয়ে আমারই অপেক্ষায় ।
তোমায় ছেড়ে বল কোথায় যাব? যেতে চাইলেই কি যাওয়া যায়?
১৩/০১/২০১৬ইং
টোলামোর, আয়ারল্যান্ড
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিদ্রোহী ফাহিম খান ০৩/০২/২০১৬অসাধারণ
-
সুব্রত সামন্ত (বুবাই) ২৭/০১/২০১৬bhalo
-
প্রদীপ চৌধুরী ২০/০১/২০১৬চেষ্টা করুন আপনার ভালো লেখার ভঙ্গিমা আছে ছন্দের দিকে একটু নজর দিলেই সব ঠিক হয়ে যাবে,
আমরা আপনার পাশে আছি সারাক্ষন. -
মোবারক হোসেন ১৮/০১/২০১৬ভাল
-
জে এস সাব্বির ১৪/০১/২০১৬কবিতায় আরো পরিণত হতে হবে ।নিজে কবিতা লেখার জন্য বেশী বেশী কবিতা পড়বেন এবং অনুশীলন করবেন ।ধন্যবাদ
-
প্রদীপ চৌধুরী ১৪/০১/২০১৬এটা খুবই আত্ম কেন্দ্রিক কবিতা হয়ে গেলো, একটু অন্য ভাবে প্রকাশ করলে মনে হয় আরো ভাল হতো
-
ধ্রুব রাসেল ১৩/০১/২০১৬ভাল লাগলো। এখানে বিরহ নেই, আছে ভালবাসার আকর্ষণ। জয় হোক ভালবাসার।