সাইকো
অন্ধকারে অদৃশ্য ভৌতিক ছায়া গ্রাস করে আছে
আমার আলোহীন মনের অচেনা অলিতে গলিতে।
জ্যোতিহীন দু’ নয়ন শুধু দেখিতে পায় অন্ধকারে
উম্মাত্ততার নগ্ন নৃত্য, তাতা থৈ থৈ তাতা থৈ থৈ ।
ঝড়ের পূর্বাভাস শুনেই শুধু ক্ষান্ত হয় অন্ধ এই মন,
একের পর এক সতর্কতার সংকেত আর লাল পতাকা,
তবুও কিছু চোখে পড়ে না আমার শুধু মৃত্যুর নগ্ন নৃত্য ছাড়া।
মায়া নেকড়ের অভিশাপ বইছে আমার রক্ত কণিকায়,
ভ্যাম্পায়ারের মত শ্বদাঁত গজিয়েছে আমার রক্ত পিপাসায়,
ফ্রাঙ্কেনস্টাইনের মত বিভৎস আমার রূপ সবার পরিত্যাক্ততায়।
০৭/১১/২০১৫ইং
টোলামোর,আয়ারল্যান্ড
আমার আলোহীন মনের অচেনা অলিতে গলিতে।
জ্যোতিহীন দু’ নয়ন শুধু দেখিতে পায় অন্ধকারে
উম্মাত্ততার নগ্ন নৃত্য, তাতা থৈ থৈ তাতা থৈ থৈ ।
ঝড়ের পূর্বাভাস শুনেই শুধু ক্ষান্ত হয় অন্ধ এই মন,
একের পর এক সতর্কতার সংকেত আর লাল পতাকা,
তবুও কিছু চোখে পড়ে না আমার শুধু মৃত্যুর নগ্ন নৃত্য ছাড়া।
মায়া নেকড়ের অভিশাপ বইছে আমার রক্ত কণিকায়,
ভ্যাম্পায়ারের মত শ্বদাঁত গজিয়েছে আমার রক্ত পিপাসায়,
ফ্রাঙ্কেনস্টাইনের মত বিভৎস আমার রূপ সবার পরিত্যাক্ততায়।
০৭/১১/২০১৫ইং
টোলামোর,আয়ারল্যান্ড
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত সামন্ত (বুবাই) ০৬/১২/২০১৫ভালো।
-
সাইদুর রহমান ২৯/১১/২০১৫খুব সুুন্দর।
-
কায়সার মোহাম্মদ ইসলাম ১১/১১/২০১৫তাতা থৈ থৈ... খুব মজা পেলাম।
-
দেবাশীষ দিপন ১১/১১/২০১৫সুন্দর লাগলো।।
-
এস, এম, আরশাদ ইমাম ০৮/১১/২০১৫মনের অচেনা গলিতে দিনের আলো ফেলুন, রাতের অভিসারীরা ছুটে পালাবে।
বেশ সুন্দর হয়েছে। -
মোহাম্মদ এনামুল হক ০৮/১১/২০১৫খুব ভাল লাগল
-
নির্ঝর ০৮/১১/২০১৫সুন্দর
-
মোঃ নাজমুল হাসান ০৮/১১/২০১৫সুন্দর...