নরকের কীট
হহাহহাহাহহা.........।।
রক্ত পিপাসায় কাতর আমার শরীর
আমি রক্ত পান করতে চাই।
ভ্যাম্পায়ারের মত নিংড়িয়ে নিংড়িয়ে নয়,
গলা কেটে ফিনকি থেকে ঝড়ে পড়া রক্ত
আমার যে রক্ত নেশা লেগেছ…।।
আমার ধর্মই যে রক্ত, আমি চিনিই শুধু রক্ত।
আমার আছে ধর্মের নামে অলিখিত লাইসেন্স
হাতে আছে জং ধরা চাপাতি…।
চাপাতির জং ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে
ধর্মহীন বেজন্মাদের তাজা রক্ত দিয়ে।
হাহাহহাহাহাহ...... ।।
আমার রক্ত ক্ষুধা লেগেছে।
আমি আরও রক্ত চাই ওদের তাজা রক্ত
তারাতো এইটারই প্রাপ্য।কি ভুল তাতে?
তাঁদের সবারই মরার প্রয়োজন
আর আমিই হব তাঁদের মরণ অগ্রদূত।
হাহাহহাহাহাহ........।।
আমি রক্ত চাই তাজা গরম আরো রক্ত...।
তাঁদের লাশই যে আমার স্বর্গের সিঁড়ি,
তাঁদের রক্ত দিয়ে আমি ধুয়ে মুছে
পরিষ্কার করতে চাই আমার যত পাপ।
উফ...! কি যে ভাল লাগছে ! রক্তের স্বাদ।
আজও একটার গলা কেটে করেছি রক্ত পান...।।
অবশেষে আমি ঘুমাতে যাব পবিত্র হয়ে
শান্তির কোলে মাথা রেখে চিন্তাহীন,
আজও আমি খুব সয়াবের কাজ করেছি।
৩/১১/২০১৫ ইং
টোলামোর, আয়ারল্যান্ড।
রক্ত পিপাসায় কাতর আমার শরীর
আমি রক্ত পান করতে চাই।
ভ্যাম্পায়ারের মত নিংড়িয়ে নিংড়িয়ে নয়,
গলা কেটে ফিনকি থেকে ঝড়ে পড়া রক্ত
আমার যে রক্ত নেশা লেগেছ…।।
আমার ধর্মই যে রক্ত, আমি চিনিই শুধু রক্ত।
আমার আছে ধর্মের নামে অলিখিত লাইসেন্স
হাতে আছে জং ধরা চাপাতি…।
চাপাতির জং ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে
ধর্মহীন বেজন্মাদের তাজা রক্ত দিয়ে।
হাহাহহাহাহাহ...... ।।
আমার রক্ত ক্ষুধা লেগেছে।
আমি আরও রক্ত চাই ওদের তাজা রক্ত
তারাতো এইটারই প্রাপ্য।কি ভুল তাতে?
তাঁদের সবারই মরার প্রয়োজন
আর আমিই হব তাঁদের মরণ অগ্রদূত।
হাহাহহাহাহাহ........।।
আমি রক্ত চাই তাজা গরম আরো রক্ত...।
তাঁদের লাশই যে আমার স্বর্গের সিঁড়ি,
তাঁদের রক্ত দিয়ে আমি ধুয়ে মুছে
পরিষ্কার করতে চাই আমার যত পাপ।
উফ...! কি যে ভাল লাগছে ! রক্তের স্বাদ।
আজও একটার গলা কেটে করেছি রক্ত পান...।।
অবশেষে আমি ঘুমাতে যাব পবিত্র হয়ে
শান্তির কোলে মাথা রেখে চিন্তাহীন,
আজও আমি খুব সয়াবের কাজ করেছি।
৩/১১/২০১৫ ইং
টোলামোর, আয়ারল্যান্ড।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এস, এম, আরশাদ ইমাম ০৯/১১/২০১৫
-
মোহাম্মদ আব্দুল ওয়ারেশ (কাব্য) ০৫/১১/২০১৫সুন্দর
-
Md. Ashik Hossain Rone ০৫/১১/২০১৫দারুণ কবিতা ।
-
নাসিফ আমের চৌধুরী ০৫/১১/২০১৫ভাল লিখেছেন
-
আসগার এইচ পারভেজ ০৪/১১/২০১৫খুব ভালো লিখেছেন...
-
ঋজু কবি ০৩/১১/২০১৫যদি আমিও করি ভুল
এই ধর্ম নীতির জালে,
তবে জীবন মানেই ভুল
এই জীবন তরীর পালে ।।
----- খুব ভালো কবিতা লিখেছেন আপনি ।
আসন্ন বিপদের পূর্বাভাস দিলাম।