ইতিহাসের গুঞ্জন -পর্ব ২
পেত্রার্কীয় রীতিতে লেখা সনেট
(ছন্দ- কখ খক, ক খ খ ক, গ ঘ ঙ, গ ঘ ঙ)
দেড়শত বছরের নৈরাজ্যের পাট
চুকিয়ে, চড়ে উঠলো সবুজ তরীতে
নতুন পাল। চার শতাব্দীর ঘড়িতে
ঘুরে পালের ক্ষয়ে লাগে সেনের লাট ।
হঠাতে অপ্রতিরোধ্য ঝড়ের গতিতে
খলজির হ্রস্ব অশ্ব দল আসে ছুটে
নদিয়ার দুয়ারে। বিনা বাঁধায় খুঁটে
লক্ষ্মণ নিজ ভাগ্য ধাবনের ক্ষতিতে ।
কত ভিনদেশী চাঁদ সুলতান হয়ে
নিজ আকাশের সীমানা ছেড়ে আসলো
এই বাংলার বুকে স্বর্গের মোহনায় ।
যুগ যুগ ধরে ইতিহাস গেছে বয়ে,
সুলতানের পরে মোঘলরা হাসলো
বিজয়ের বাঁধ ভাঙ্গা কাল যমুনায়।
২৯/১০/২০১৫ইং
টোলামোর, আয়ারল্যান্ড।
(ছন্দ- কখ খক, ক খ খ ক, গ ঘ ঙ, গ ঘ ঙ)
দেড়শত বছরের নৈরাজ্যের পাট
চুকিয়ে, চড়ে উঠলো সবুজ তরীতে
নতুন পাল। চার শতাব্দীর ঘড়িতে
ঘুরে পালের ক্ষয়ে লাগে সেনের লাট ।
হঠাতে অপ্রতিরোধ্য ঝড়ের গতিতে
খলজির হ্রস্ব অশ্ব দল আসে ছুটে
নদিয়ার দুয়ারে। বিনা বাঁধায় খুঁটে
লক্ষ্মণ নিজ ভাগ্য ধাবনের ক্ষতিতে ।
কত ভিনদেশী চাঁদ সুলতান হয়ে
নিজ আকাশের সীমানা ছেড়ে আসলো
এই বাংলার বুকে স্বর্গের মোহনায় ।
যুগ যুগ ধরে ইতিহাস গেছে বয়ে,
সুলতানের পরে মোঘলরা হাসলো
বিজয়ের বাঁধ ভাঙ্গা কাল যমুনায়।
২৯/১০/২০১৫ইং
টোলামোর, আয়ারল্যান্ড।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Ashik Hossain Rone ৩১/১০/২০১৫বেশ ভালো লিখেছেন,
-
রইস উদ্দিন খান আকাশ ৩১/১০/২০১৫দারুণ,
-
মোবারক হোসেন ৩০/১০/২০১৫খুব সুন্দর কবিতা।ভাল লাগলো পড়ে।
-
ঋজু কবি ৩০/১০/২০১৫খুব সুন্দর সনেট । কবিতায় নতুনত্ত্ব , খুব ভালো লাগল ।
-
অ ৩০/১০/২০১৫দারুন সনেট ।