www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ইতিহাসের গুঞ্জন (পর্ব ১)

পেত্রার্কীয় ছন্দের লেখা সনেট।
ক খখ ক, ক খখ ক, গ ঘ ঙ, গ ঘ ঙ।


আজ হতে শত হাজার বছর পূর্বে
তাম্রযুগের স্মৃতিচিহ্ন ছিল তোমার
বুকে। এই বুকেই ছিল বাস আমার
আদিপুরুষের। ঝরা পাতারা উড়বে
আজ ইতিহাসের ছাই হয়ে আকাশে ।
যে আকাশে আমি দেখি তাপহীন সূর্য,
সে সূর্যের নিচে হারিয়েছি সব ধৈর্য ।
আজ ইতিহাসের কান্না শুনি বাতাসে ।

আর্য থেকে মৌর্যের পদচরণে তুমি
হয়েছিলে ক্ষতবিক্ষত খণ্ডিত কত,
শান্ত চাঁদের অস্তে হারিয়ে পথ ক্লান্ত,
বেধেছিল বাসা শয়তানের পা চুমি
তোমারই বুকে মৎস্যন্যায়ের ক্ষত ।
আজ তুমি দেখি মিথ্যার ভারেই শ্রান্ত !

টোলামোর, আয়ারল্যান্ড
২৪/০৮/২০১৫ইং
রাতঃ২:০৬
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৪৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৮/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোবারক হোসেন ২৬/০৮/২০১৫
    সুন্দর একটি সনেট।
  • নাবিক ২৫/০৮/২০১৫
    দারুণ লাগলো
  • সুন্দর সনেট।
  • অনেক সুন্দর। ইতিহাস নির্ভর সিনেট কবতিা।বেশ ভাল লেগেছে কবি।
 
Quantcast