প্রতিষিদ্ধ
(শেকসপিয়রীয় রীতিতে লেখা চতুর্দশপদী কবিতা)
থমথমে আকাশ মেঘ কজ্জ্বলে ঢাকা
বর্ষাজলে খেলে অশ্রুর বিমল ধারা,
মঞ্জীরের নিক্বণ ক্লিষ্ট অন্তরে রাখা
ধ্বজীর কুটিলে বাঁধা শুভ্র প্রীত চারা।
অতৃপ্ত হৃদয় কাঁদে নিঃসঙ্গ এ রাতে
ব্যাথা গুলো পুষে রাখে রহস্যের জালে।
অন্ধকার ভুবনে বাঁধিয়া ঘর প্রাতেঃ
অঙ্গারে ভস্ম যে হিয়া কুহকের চালে।
কুহু সুরে ডাকে আমায় অচিন পাখি
ধ্বজীর খাঁচা ভেঙ্গে বল কি করে আসি।
হিয়া পাখি বন্দী আমার হয়ে যে সাকি,
শুরা পান করিয়া ধ্বজী গেল যে কাশী ।
নিশাচর স্বপ্নের ঘুম পারানি গানে
নিশি রাতে চেয়ে থাকি আকাশের পানে।
১১/০৭/২০১৫ইং
টোলামোর, আয়ারল্যান্ড।
থমথমে আকাশ মেঘ কজ্জ্বলে ঢাকা
বর্ষাজলে খেলে অশ্রুর বিমল ধারা,
মঞ্জীরের নিক্বণ ক্লিষ্ট অন্তরে রাখা
ধ্বজীর কুটিলে বাঁধা শুভ্র প্রীত চারা।
অতৃপ্ত হৃদয় কাঁদে নিঃসঙ্গ এ রাতে
ব্যাথা গুলো পুষে রাখে রহস্যের জালে।
অন্ধকার ভুবনে বাঁধিয়া ঘর প্রাতেঃ
অঙ্গারে ভস্ম যে হিয়া কুহকের চালে।
কুহু সুরে ডাকে আমায় অচিন পাখি
ধ্বজীর খাঁচা ভেঙ্গে বল কি করে আসি।
হিয়া পাখি বন্দী আমার হয়ে যে সাকি,
শুরা পান করিয়া ধ্বজী গেল যে কাশী ।
নিশাচর স্বপ্নের ঘুম পারানি গানে
নিশি রাতে চেয়ে থাকি আকাশের পানে।
১১/০৭/২০১৫ইং
টোলামোর, আয়ারল্যান্ড।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অ ২৯/০৭/২০১৫চমৎকার সনেট ।
-
সাইদুর রহমান ১৭/০৭/২০১৫খুব সুন্দর একটি সনেট।
-
কিশোর কারুণিক ১৭/০৭/২০১৫স্বপ্ন
-
শান্তনু ব্যানার্জ্জী ১৬/০৭/২০১৫ভালো লাগলো। শুভেচ্ছা নেবেন।
-
নাবিক ১৫/০৭/২০১৫হুম দারুণ!