(পুঁথি) আজব এক দেশ।।
আজব এক দেশের কথা করিব বর্ণন
সবুজ শ্যমল ছিল যাহারো ভুবন…।
যুগে যুগে তাহারো সম্পদেরও লোভে
দেশ দেশান্তর থেকে আসিল সবে।
যুগে যুগে ভীন দেশীরা করিলো শাসন
স্বাধীনতার জন্যে ব্যকূল আমার এই মন ।
অবশেষে স্বাধীন হলাম বজ্র কণ্ঠের ডাকে
ত্রিশ লক্ষ শহীদেরও রক্তের বিনিময়ে।
স্বাধীন হয়েও রইলাম আমি পরাধীন হয়ে
অভাব অনটন আর দারিদ্রতার মাঝে।
যে দেশেরো কিনা সম্পদেরও লোভে
দেশ দেশান্তর থেকে আসিতো সবে,
সে দেশেরই জনগণ আজ পাড়ি দেয় প্রবাসে,
দুঃখ ভরা মন নিয়ে আমি পুঁথি পড়ি গোপনে।
আজ কাল আর চলেনা বাংলা সংস্কৃতি
বাংলার জাগায় দখল করে আছে হিন্দী চ্যানেলগুলী।
বাংলা ভাষার জন্য দিছি বুকের তাজা রক্ত
সেই ভাষাতে কথা বলিতে আজ লাগে লজ্জা বড্ড।
ছোট ছোট পোলা পাইন আজ হিন্দি ইংলিশ কয়
বাংলা ভাষায় কথা বলতে নাকি তাদের কষ্ট হয়।
কি আর বলিবও এই আজব দেশের কথা
রাজনীতিরও নামে চলে রক্তের হলি খেলা,
ধর্মের নাম দিয়ে চলে ধর্ম ব্যবসা
এদিক সেদিক হলেই চলে আস্তিক নাস্তিক খেলা।
২/১২/১৪ইং
টোলামোর, আয়ারল্যান্ড
সবুজ শ্যমল ছিল যাহারো ভুবন…।
যুগে যুগে তাহারো সম্পদেরও লোভে
দেশ দেশান্তর থেকে আসিল সবে।
যুগে যুগে ভীন দেশীরা করিলো শাসন
স্বাধীনতার জন্যে ব্যকূল আমার এই মন ।
অবশেষে স্বাধীন হলাম বজ্র কণ্ঠের ডাকে
ত্রিশ লক্ষ শহীদেরও রক্তের বিনিময়ে।
স্বাধীন হয়েও রইলাম আমি পরাধীন হয়ে
অভাব অনটন আর দারিদ্রতার মাঝে।
যে দেশেরো কিনা সম্পদেরও লোভে
দেশ দেশান্তর থেকে আসিতো সবে,
সে দেশেরই জনগণ আজ পাড়ি দেয় প্রবাসে,
দুঃখ ভরা মন নিয়ে আমি পুঁথি পড়ি গোপনে।
আজ কাল আর চলেনা বাংলা সংস্কৃতি
বাংলার জাগায় দখল করে আছে হিন্দী চ্যানেলগুলী।
বাংলা ভাষার জন্য দিছি বুকের তাজা রক্ত
সেই ভাষাতে কথা বলিতে আজ লাগে লজ্জা বড্ড।
ছোট ছোট পোলা পাইন আজ হিন্দি ইংলিশ কয়
বাংলা ভাষায় কথা বলতে নাকি তাদের কষ্ট হয়।
কি আর বলিবও এই আজব দেশের কথা
রাজনীতিরও নামে চলে রক্তের হলি খেলা,
ধর্মের নাম দিয়ে চলে ধর্ম ব্যবসা
এদিক সেদিক হলেই চলে আস্তিক নাস্তিক খেলা।
২/১২/১৪ইং
টোলামোর, আয়ারল্যান্ড
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ১২/০১/২০১৮অসাধারণ
-
মুহাম্মদ মাসউদ ০৮/১২/২০১৪বাহ
-
মোঃ শফিকুল ইসলাম মোল্লা (সজীব) ০৩/১২/২০১৪অসাধারন
-
অ ০৩/১২/২০১৪আমার কিন্তু বেশ ভালো লাগল ।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৩/১২/২০১৪অনেক সুন্দর হয়েছে। পুথি তো আরেকটু খেয়াল করলে ঠিক হয়ে যাবে। কবিতার ভাবটা বেশি চলে এসেছে। তবে বর্ণনা ছিলো খুবই সুন্দর।
-
দেলোয়ার হোসাইন ০৩/১২/২০১৪ভাল লেগেছে কবি
-
সজল ০৩/১২/২০১৪নতুন সংস্কৃতির মাঝে পুরানো সংস্কৃতি এনে বিষয় টাকে গড়মিল না করাই উত্তম
ভাল হয়েছে -
অনিরুদ্ধ বুলবুল ০২/১২/২০১৪কবিতার ভাব বর্ণনা খুবই শাশ্বত সত্য, গ্রন্থনা ভাল তবে, ঐতিহ্যবাহী পুঁথির স্টাইলটা বোধহয় কবির ঠিক স্মরণে নাই - কোথাও কোথাও ছন্দ পতন হয়ে আধুনিক কবিতার ঢং ঢুকে গেছে। আবার একটু মন দিয়ে এডিট করলেই ঠিক হয়ে যাবে। বানান: সংস্কৃতি....
শুভেচ্ছা কবিকে। -
মঞ্জুর হোসেন মৃদুল ০২/১২/২০১৪ভাল লাগল।