অর্থবোধক ভালবাসা
ভালবাসার অর্থ আমি বুঝিনা
কি করে ভালবাসা প্রকাশ করতে হয়
তাও আমার জানা নেই ,
আমি জানি শুধু
আমি ভালবাসি তোমায় ।
ভালবাসা আমার কাছে
হাজার রং এর শত সুবাসে ভরা
একগুচ্ছ ফুলের মত ।
ভালবাসা আমার কাছে
দূর নক্ষত্রের আলোর মত ।
ভালবাসার আমার কাছে
পবিত্রতার শুরু ।
ভালবাসার অর্থ আমি আসলেই বুঝিনা ।
ভালবাসা আমায় ঈর্ষান্বিত করে
ভালবাসা আমায় ব্যথিত করে
ভালবাসা আমায় অভিমানী করে
তবুও আমি ভালবাসার অর্থ খুঁজে পাইনা ।
ভালবাসার কত রং
তাও আমার জানা নেই ।
তবে এইটা জানি
আমার ভালবাসার কোন রং নেই ।
ভালবাসা আমায় ভাবতে শেখায়
ভালবাসা আমায় আলোর পথ দেখায়
ভালবাসা আমায় অপবিত্রার মাঝে
পবিত্র হতে শেখায় ।
তবুও আমি ভালবাসার অর্থ বুঝিনা ।
আমি শুধু বুঝি আমি ভালবাসি তোমায় ,
আমি শুধু বুঝি
নিরবিচ্ছিন্ন এক পবিত্রতা
যার কোন অপবিত্রতা নেই ।
২২/৪/২০০৬ইং
মিরপুর,ঢাকা
কি করে ভালবাসা প্রকাশ করতে হয়
তাও আমার জানা নেই ,
আমি জানি শুধু
আমি ভালবাসি তোমায় ।
ভালবাসা আমার কাছে
হাজার রং এর শত সুবাসে ভরা
একগুচ্ছ ফুলের মত ।
ভালবাসা আমার কাছে
দূর নক্ষত্রের আলোর মত ।
ভালবাসার আমার কাছে
পবিত্রতার শুরু ।
ভালবাসার অর্থ আমি আসলেই বুঝিনা ।
ভালবাসা আমায় ঈর্ষান্বিত করে
ভালবাসা আমায় ব্যথিত করে
ভালবাসা আমায় অভিমানী করে
তবুও আমি ভালবাসার অর্থ খুঁজে পাইনা ।
ভালবাসার কত রং
তাও আমার জানা নেই ।
তবে এইটা জানি
আমার ভালবাসার কোন রং নেই ।
ভালবাসা আমায় ভাবতে শেখায়
ভালবাসা আমায় আলোর পথ দেখায়
ভালবাসা আমায় অপবিত্রার মাঝে
পবিত্র হতে শেখায় ।
তবুও আমি ভালবাসার অর্থ বুঝিনা ।
আমি শুধু বুঝি আমি ভালবাসি তোমায় ,
আমি শুধু বুঝি
নিরবিচ্ছিন্ন এক পবিত্রতা
যার কোন অপবিত্রতা নেই ।
২২/৪/২০০৬ইং
মিরপুর,ঢাকা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শরীফুল ইসলাম আরশ ২১/১২/২০১৪দারুন অনুভুতি !!!
-
শরীফুল ইসলাম আরশ ১৪/১২/২০১৪দারুন তোমার লেখনী ভাই
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৩/১১/২০১৪এত কিছু যেখানে জানেন ভালোবাসার অর্থ সেখানে নেহাত একটি অর্থই আর কিছু না। তবে এই জানা আর না জানার মাঝে কিন্তু একটা রুচি আছে। ভালো লিখেছেন.................
-
একনিষ্ঠ অনুগত ২৩/১১/২০১৪অনেক আগের লেখা, হয়ত একারণেই ভাবনার গভীরতায় কিছুটা কমতি আছে।। আপনার এর চেয়েও উন্নত লেখা পড়েছি।।
-
মোঃ শফিকুল ইসলাম মোল্লা (সজীব) ২২/১১/২০১৪অনবদ্য !
-
অ ২২/১১/২০১৪ভালোবাসা আসলে এমনই হওয়া উচিত । সত্যিকার ভালবাসা কখনো কোন অর্থ খুঁজে না, পাওয়া না পাওয়ার হিসাব করে না । ভালবাসার আনন্দেই ভালোবেসে যায় ।