www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শয়তানের হাসি

শয়তান হাসে অট্ট হাসি খোদার আরশের দিকে চেয়ে
খোদার সৃষ্টির সেরা জীব মানুষের কৃতকর্মগুলোকে দেখে।
শয়তানযে করেছিল স্পর্ধা খোদারই সাথে তার সৃষ্টির সেরা
মানবকে সেজদা না দিয়ে,ঘৃণা ভরা দৃষ্টি নিক্ষেপ করে
ছিটিয়ে ছিল থুথু এই ধরারই বুকে।

ইবলিশ শয়তানকে কয় তার শিষ্য ইবলিশের পা টিপে টিপে,
ওস্তাদ আপনি হাসছেন কেন বিনা কারণেতে?
ইবলিশ শয়তান হেসে হয় ওরে গাধা হাসি কি আর সাধে,
মানুষ কিভাবে মারে দেখ একে অন্যকে কারণে অকারণেতে,
কি করে এরা ঠকায় নিজের স্বার্থে একে অপরকে ছলে বলে কৌশলে ।

তোষামোদের হাসি হেসে বলে চেলা ইবলিশ শয়তানকে
প্রভু আমার আপনি নাকি করেছিলেন স্পর্ধা মহা প্রভুর সাথে,
মানুষের রক্তের মিশে থাকবেন আপনি ওদের অকল্যাণের তরে,
হ্যাঁ’রে যা জানিস তাই সত্য, মিথ্যা সত্য নাই আমার কাছে
তাই হয়েছি প্রভুর কাছে অবাঞ্ছিত আমি আদমকে সেজদা না করে।

ইবলিশ শয়তান হাসে বিদ্রুপের হাসি পৃথিবীর মানুষের তরে,
খোদ খোদা যাদের দিয়েছে সম্মান সৃষ্টির সেরা বলে এই ত্রিভুবনে,
আজি সেই মানব জাতি খোদার কথা ভুলে শয়তানের মোহতে পড়ে
অবিরাম বুনে পাপের রশি, যে রশিতে চড়ায় শেষে নিজেই নিজেরই ফাঁসি।

১০/১১/১৪ইং
টোলামোর,আয়ারল্যান্ড
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৯৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • এম আর মিজান ১২/১১/২০১৪
    সুন্দর কবিতা
  • অনেক ভাল লাগলো আপনার কবিতা...।।
  • মাসুম মুনাওয়ার ১২/১১/২০১৪
    খুব সুন্দর
  • তুহিনা সীমা ১১/১১/২০১৪
    বেশ সুন্দর একটি কবিতা। শয়তান ইবলিশ কে নিয়ে আপনার চিন্তা ভাবনায় লেখা কবিতাটি ভালোই।
  • অনিরুদ্ধ বুলবুল ১০/১১/২০১৪
    "অবিরাম বুনে পাপের রশি, যে রশিতে চরায় শেষে নিজেই নিজের ফাঁসি" - বাস্তব সত্য কথন।

    কবিতায় ইবলিসের চরিত্র এ কার্যাবলী সুন্দর ভাবে ফুটে উঠেছে। আমরা মানুষই আজ ইবলিসের সকল কাজের ভার আপন কাঁধে তুলে নিয়েছি।
    এখানে - 'বুনে' ও 'চরায়' শব্দ দু'টি আবার দেখুন।

    ধন্যবাদ।
    শুভ অপরাহ্ন
  • কবিতার মর্মার্থটা অসাধারণ শিক্ষণীয় কবি। মানবতা বোধ কিভাবে প্রবৃত্তির কাছে হেরে যাচ্ছে তারই বর্ণনা তুলে ধরেছেন অসাধারণ ভাবে। তবে কবিতাটি অনুপ্রাসের ছন্দে লিখলে আরও ভালো হতো। ভালো লাগা রইলো।
 
Quantcast