অমীমাংসিত
চলতি পথের দক্ষিণা হাওয়া
হঠাৎ এসে লাগল আমার গায়ে ,
বৃক্ষের শাখা প্রশাখার মত
নড়ে উঠলো আমার হিয়া ।
কিছুটা ভয় কিছুটা আশা
আর কিছুটা স্বপ্ন ।
শুরু হল নতুন কিছু ভাবনা
শুরু হল নতুন কিছু চাওয়ার
আর আকাঙ্ক্ষা নতুন কিছু পাওয়ার ।
কি হল আমার ?
সব কিছুই লাগে নতুন
সব কিছুই লাগে ভাল আমার ।
বসন্তের আগমনে যেমন
বৃক্ষের শাখা প্রশাখায়
সবুজের আগমন ঘটে,
তেমনি আমার হিয়ার
আনাচে কোনাচে সবুজের আগমন ।
কচি সবুজ, নতুন সব
বেড়ে উঠচ্ছে দুটি হিয়ার
স্বযত্ন স্পর্শে ।
হঠাৎ কাল বৈশাখির ঝড়ে
হিয়ার মাঝে
গড়ে উঠা কচি সবুজের
সব পাতা ঝড়ে গেল ।
ঝড়ে গেল তার সব আশা ,
অপমৃত্যু ঘটল আমার
রঙ্গিন এক স্বপ্নের ।
কি করব আমি না কেঁদে ?
ঘন কাল অভ্র যে আমার
হৃদয়ে সমস্ত আকাশটা ছেয়ে আছে ।
কতক্ষণ তারা ভেসে বেড়াবে
দুঃখের সব বোঝা নিয়ে ।
কষ্টে কষ্টে ভারী হয়ে
বুড় বুড় সব আভ্রগুলো ঝড়ে পড়ে
দুঃখের বৃষ্টি হয়ে আমার দু চোখ বেয়ে ।
কোন এক সময় হয়তো
ঘন কাল অন্ধকারাচ্ছন্ন
মেঘগুলো কে ছাপিয়ে
শুভ্র রঙ্গিন আকাশ দেখা যাবে
আমার হিয়ার মাঝে ।
১৬/০৬/২০০৫ইং
মিরপুর, ঢাকা
হঠাৎ এসে লাগল আমার গায়ে ,
বৃক্ষের শাখা প্রশাখার মত
নড়ে উঠলো আমার হিয়া ।
কিছুটা ভয় কিছুটা আশা
আর কিছুটা স্বপ্ন ।
শুরু হল নতুন কিছু ভাবনা
শুরু হল নতুন কিছু চাওয়ার
আর আকাঙ্ক্ষা নতুন কিছু পাওয়ার ।
কি হল আমার ?
সব কিছুই লাগে নতুন
সব কিছুই লাগে ভাল আমার ।
বসন্তের আগমনে যেমন
বৃক্ষের শাখা প্রশাখায়
সবুজের আগমন ঘটে,
তেমনি আমার হিয়ার
আনাচে কোনাচে সবুজের আগমন ।
কচি সবুজ, নতুন সব
বেড়ে উঠচ্ছে দুটি হিয়ার
স্বযত্ন স্পর্শে ।
হঠাৎ কাল বৈশাখির ঝড়ে
হিয়ার মাঝে
গড়ে উঠা কচি সবুজের
সব পাতা ঝড়ে গেল ।
ঝড়ে গেল তার সব আশা ,
অপমৃত্যু ঘটল আমার
রঙ্গিন এক স্বপ্নের ।
কি করব আমি না কেঁদে ?
ঘন কাল অভ্র যে আমার
হৃদয়ে সমস্ত আকাশটা ছেয়ে আছে ।
কতক্ষণ তারা ভেসে বেড়াবে
দুঃখের সব বোঝা নিয়ে ।
কষ্টে কষ্টে ভারী হয়ে
বুড় বুড় সব আভ্রগুলো ঝড়ে পড়ে
দুঃখের বৃষ্টি হয়ে আমার দু চোখ বেয়ে ।
কোন এক সময় হয়তো
ঘন কাল অন্ধকারাচ্ছন্ন
মেঘগুলো কে ছাপিয়ে
শুভ্র রঙ্গিন আকাশ দেখা যাবে
আমার হিয়ার মাঝে ।
১৬/০৬/২০০৫ইং
মিরপুর, ঢাকা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ আবদুল করিম ১১/১১/২০১৪অসাধারন মায়াময় ছন্দে রচিত কাব্য,ধন্যবাদ ভাল থাকবেন ।
-
আহমাদ সাজিদ ০৯/১১/২০১৪সুন্দর।
-
মুহা, লুকমান রাকীব ০৯/১১/২০১৪সুন্দর হল। ভালবাসা রইল
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৯/১১/২০১৪শুভ্র রঙ্গিন আকাশ অবশ্যই আসবে হয়তো আজকেই হয়তো বা একটু দেরিতে।
বাট লেখাটা বেশ হয়েছে। আর নামকরনটা যথেষ্ট সুন্দর হয়েছে। ভালো লাগলো। -
স্বপ্নীল মিহান ০৮/১১/২০১৪দারুণ হয়েছে।
-
কাইকুবাদ আলি ০৮/১১/২০১৪bhalo laglo onek, bhalo thakun..
-
অনিরুদ্ধ বুলবুল ০৮/১১/২০১৪অমিমাংশিত আকাঙ্ক্ষাদের হাঠৎ ছন্দপতন জীবনে আনে অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা। তারপরও আশা জেগে রয় - অন্ধকারাচ্ছন্ন মেঘমালা ছাপিয়ে মনের আকাশে রঙিন আশাগুলো বেঁচে থাকে। নিরাশার মাঝেও আশার সলতেটা জ্বালিয়ে রাখার প্রয়াশ। বড় ভাল লাগলো কবি।
অভিনন্দন ও শুভেচ্ছা।