www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দ্বিতীয় সত্ত্বা

নির্জন একা পথে
তারা ভরা রাতে
হেঁটে যাচ্ছে কে যেন
অচেনা সুরে গান গেয়ে ।
ঝিঁ ঝিঁ ডাকে কাঁশ বনে
বাতাস খেলে বাঁশ বনে ,
সে হেঁটে যায় কার পানে
এই নিশীথ নির্জনে ।
দুঃখ বিলাসি মনটারে
বুঝাই বল কেমনে,
কে হেঁটে যায় পথ ধরে
অচেনা সুরে গান গেয়ে ।
আমি দেখি তাহারে
সে দেখেনা আমারে ।
আমিও যে চলছি পথ
ছম ছমে এই নির্জনে ।
আলো ছায়ার আঁধারে
বল কেমনে কি ভাবে
পথ খুঁজে পাব কোন খানে,
আমি অন্ধ থাকতে যে চোখ
দেখিনা জগৎ আন্ধারে ।
হঠাৎ করে সে থেমে যায়
আমার পানে ফিরে চায়,
কি দেখিলাম আমি হায়
সে তো আমার অচেনা নয় ।
আমি নিজেই তো সেই অচেনা লোক
হেঁটে যাচ্ছি তারা ভরা রাতে
নির্জন একা পথে
অচেনা সুরে গান গেয়ে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast