অব্যাপ্ত
কিছু কিছু ব্যাথা আছে যা
কাউকে দেখাতে নেই ।
কিছু কিছু কথা আছে যা
কাউকে বলতে নেই ।
কিছু কিছু স্বপ্ন আছে যা
আসলে কাউকে নিয়ে দেখতে নেই ।
কিছু ব্যাথা আছে সবাই
অনুভব করতে পারে না ।
কিছু কথা আছে
কেউ বুঝেতে পারে না ।
কিছু স্বপ্ন আসলে পূরণ হয় না ।
কিছু কিছু পথ আছে
যে পথে যেতে নেই ।
কিছু কিছু স্মৃতি আছে যা
মনে করতে নেই ।
কিছু কিছু সুর আছে যে
সুরে গাইতে নেই ।
কিছু পথ আছে
যে পথ শুধু কাঁটায় ভরা ,
কিছু স্মৃতি আছে
যা শুধু বাড়ায় ব্যাথা ।
কিছু সুর আছে যার
কোন গান হয়না ।
১২/৫/২০১২ইং
টোলামোর, আয়ারল্যান্ড
কাউকে দেখাতে নেই ।
কিছু কিছু কথা আছে যা
কাউকে বলতে নেই ।
কিছু কিছু স্বপ্ন আছে যা
আসলে কাউকে নিয়ে দেখতে নেই ।
কিছু ব্যাথা আছে সবাই
অনুভব করতে পারে না ।
কিছু কথা আছে
কেউ বুঝেতে পারে না ।
কিছু স্বপ্ন আসলে পূরণ হয় না ।
কিছু কিছু পথ আছে
যে পথে যেতে নেই ।
কিছু কিছু স্মৃতি আছে যা
মনে করতে নেই ।
কিছু কিছু সুর আছে যে
সুরে গাইতে নেই ।
কিছু পথ আছে
যে পথ শুধু কাঁটায় ভরা ,
কিছু স্মৃতি আছে
যা শুধু বাড়ায় ব্যাথা ।
কিছু সুর আছে যার
কোন গান হয়না ।
১২/৫/২০১২ইং
টোলামোর, আয়ারল্যান্ড
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রয়াস মাসুম ০২/১১/২০১৪সত্তি
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০২/১১/২০১৪যেখানে দেখিবে ছাই
উড়াইয়া দেখিবে তাই
পাই..........
কয়েকটা বিষয় মনে হয় একটু রিপিট হচ্ছিল। ভালো হয়েছে। -
অনিরুদ্ধ বুলবুল ০১/১১/২০১৪ভীষন ধাঁধাঁর বিষয়! বড়ই ভাবনার কথা?
তাহলে সঠিকটা খুঁজে পাই কি করে?
ভাল লাগল কবি। অভিনন্দন। -
মঞ্জুর হোসেন মৃদুল ০১/১১/২০১৪অসাধারন লাগল কবি।
-
মোহাম্মদ তারেক ০১/১১/২০১৪বাহ! বক্তব্য দারুণ....
-
এনামুল হক মানিক ০১/১১/২০১৪ঠিক বলেছেন ভাই ।