আমি হারিয়ে যেতে চাই
আমি হারিয়ে যেতে চাই
তোমার ঐ দু'টি চোখের তারায় ।
আমি হারিয়ে যেতে চাই
তোমার অবাধ্য রেশমি কাল
চুলের খোঁপায় ।
আমি হারিয়ে যেতে চাই
তোমার যুগল বাহুর বন্ধনে ।
আমি হারিয়ে যেতে চাই
তোমার হৃদয়ের অনেক গভীরে ।
আমি হারিয়ে যেতে চাই তোমার
মনের নীল আকাশের নীলিমাতে ।
আমি হারিয়ে যেতে চাই তোমার
ভালবাসার প্রেম যমুনাতে ।
১৩/৩/২০০৬ইং
মিরপুর,ঢাকা
তোমার ঐ দু'টি চোখের তারায় ।
আমি হারিয়ে যেতে চাই
তোমার অবাধ্য রেশমি কাল
চুলের খোঁপায় ।
আমি হারিয়ে যেতে চাই
তোমার যুগল বাহুর বন্ধনে ।
আমি হারিয়ে যেতে চাই
তোমার হৃদয়ের অনেক গভীরে ।
আমি হারিয়ে যেতে চাই তোমার
মনের নীল আকাশের নীলিমাতে ।
আমি হারিয়ে যেতে চাই তোমার
ভালবাসার প্রেম যমুনাতে ।
১৩/৩/২০০৬ইং
মিরপুর,ঢাকা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত সামন্ত (বুবাই) ১০/১১/২০১৪হারিয়ে যান।
-
আবিদ আল আহসান ০৩/১১/২০১৪জটিল
-
মোহাম্মদ তারেক ৩০/১০/২০১৪সত্যিই যদি হারিয়ে যান কখনো তাহার মাঝে, আমরা খুঁজে পাবোতো? ভাল লাগল প্রাঞ্জল কবিতাটি।
-
কৌশিক আজাদ প্রণয় ৩০/১০/২০১৪সহজ স্বাভাবিক সাবলীল প্রেমের কবিতা হলেও পড়তে খারাপ লাগে নি। আপনার বরাবরের লেখার মতো এই লেখাটিও ভালো লাগলো কবি বন্ধু।
-
রাশেদ আহমেদ শাওন ৩০/১০/২০১৪অসাধারণ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ৩০/১০/২০১৪বাট তারুন্য থেকে হারালে কিন্তু হবে না।
-
পার্থ সাহা ২৯/১০/২০১৪sundor
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৯/১০/২০১৪বাহ সুন্দর লেখনী।
-
অনিরুদ্ধ বুলবুল ২৯/১০/২০১৪আহ্ কী মধুর আকাঙ্ক্ষা! দারুণ রোমান্টিক হয়েছে।
বানানের ভূত?
ধন্যবাদ