নিগূঢ়
আমার মাঝে যে কত আমি’র বসবাস
বসে বসে ভাবি আমি নিরবে নিরলস ।
কোন আমি যে ভাল আর কোন আমি যে মন্দ
কোন আমি যে কৃষ্ণ আর কোন আমি যে শুভ্র।
সাদার মাঝে কাল আমি, কালর মাঝে সাদা
রং ধনুতে খুঁজে বেড়াই আমার রং এর আভা।
মনের ভিতর বন্ধ দরজায় হাজার তালা দেওয়া
হৃদয়ের ভিতর উঁকি দিয়ে দেখি
আমার হৃদপিণ্ডের রং যে কাল ।
২৫/১০/২০১৪ইং
টোলামোর, আয়ারল্যান্ড
বসে বসে ভাবি আমি নিরবে নিরলস ।
কোন আমি যে ভাল আর কোন আমি যে মন্দ
কোন আমি যে কৃষ্ণ আর কোন আমি যে শুভ্র।
সাদার মাঝে কাল আমি, কালর মাঝে সাদা
রং ধনুতে খুঁজে বেড়াই আমার রং এর আভা।
মনের ভিতর বন্ধ দরজায় হাজার তালা দেওয়া
হৃদয়ের ভিতর উঁকি দিয়ে দেখি
আমার হৃদপিণ্ডের রং যে কাল ।
২৫/১০/২০১৪ইং
টোলামোর, আয়ারল্যান্ড
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৭/১০/২০১৪ভাল লাগল।
-
একনিষ্ঠ অনুগত ২৬/১০/২০১৪ভালো লাগলো...
-
মুহা, লুকমান রাকীব ২৬/১০/২০১৪অনেক অনেক অনেক অনেক ভাল সুন্দর হল!!!!!!!!!!
“শুভ কামনা”