তুমিহীনা
তুমিহীনা আমি আমার
অস্তিত্বকে স্বীকার করিনা ।
তুমিহীনা আমি আমার
পৃথিবীটা কেও চাইনা ।
তুমিহীনা আমি আমায়
ভাবতেও পারিনা ।
বন্ধু তুমি আমায় সুখ না হয়
এক মুঠোই দিও,
কিন্তু দুঃখগুলো দিতে
যেন কম না হয়ে যায় ।
যদি সুখ নাই দিতে চাও
তবে দুঃখই দিও
আমায় মুঠোয় মুঠোয় ।
তুমিহীনা আমি
স্বপ্ন দেখিনা,
তুমিহীনা আমি
আকাশও দেখিনা ,
তুমিহীনা আমি
আমাকেও চিনিনা ।
বন্ধু তুমি আমায়
কাছে নাইবা নিলে
কিন্তু দূরে সরে যেতে বলোনা
যদি দূরে সরেই যেতে বল
তবে কাছে আর টেনো না ।
০৯/০৪/২০০৬ইং
মিরপুর, ঢাকা
অস্তিত্বকে স্বীকার করিনা ।
তুমিহীনা আমি আমার
পৃথিবীটা কেও চাইনা ।
তুমিহীনা আমি আমায়
ভাবতেও পারিনা ।
বন্ধু তুমি আমায় সুখ না হয়
এক মুঠোই দিও,
কিন্তু দুঃখগুলো দিতে
যেন কম না হয়ে যায় ।
যদি সুখ নাই দিতে চাও
তবে দুঃখই দিও
আমায় মুঠোয় মুঠোয় ।
তুমিহীনা আমি
স্বপ্ন দেখিনা,
তুমিহীনা আমি
আকাশও দেখিনা ,
তুমিহীনা আমি
আমাকেও চিনিনা ।
বন্ধু তুমি আমায়
কাছে নাইবা নিলে
কিন্তু দূরে সরে যেতে বলোনা
যদি দূরে সরেই যেতে বল
তবে কাছে আর টেনো না ।
০৯/০৪/২০০৬ইং
মিরপুর, ঢাকা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পিয়ালী দত্ত ২৩/১০/২০১৪ভাল লাগা রইল
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৩/১০/২০১৪সুন্দর ভাবনা।
-
মাটির মানুষ ২৩/১০/২০১৪পুরোটাই আবেগের দখলে ।বাস্তবতা কে একটুও স্হান দিবেন না?
-
একনিষ্ঠ অনুগত ২৩/১০/২০১৪আলোচনাঃ উচ্ছ্বাস বা আবেগ যাই বলুন কিছুটা মাত্রারিক্ত হয়ে গেছে।। হ্যাঁ তার প্রতি ভালবাসাটা যেমন সত্যি নিজের অস্তিত্ব যে তারচেয়েও বড় সত্যি... তাইনা...
-
রফছান খাঁন ২৩/১০/২০১৪সুন্দর
-
রিলকে ২৩/১০/২০১৪ভাল|কেইবা পিয়জনের কাছ থেকে দূরে সরে যেতে চায়|