ভাঙ্গা নৌকা
আমার ভাঙ্গা নৌকা নিয়া
আমি বইসা আছি পাড়ে
গুরু কেমনে যামু ঐ পাড়েতে
নৌকা খানি বাইয়ারে । ।
নৌকার যে ফাটা তলি
ঢেউয়ে ঢেউয়ে উঠে পানি
আমি কান্দি কূল হারা
কূলের ধারে বইয়ারে
কূলের ধারে বইয়া ।।
আকাশে মেঘের গর্জন
নদীতে উঠে জোয়ার
পাগলা হাওয়া বয়ে যায়
আমার পাশও দিয়া রে
আমার পাশও দিয়া ।
আমি কান্দি কূল হারা
কূলের ধারে বইয়ারে ।।
আমার আছে ছেঁড়া পাল
সাথে আছে ভাঙ্গা হাল
কেমনে দেব পাড়ি গুরু
ঢেউয়ের নদী বাইয়া রে ।।
আমি কান্দি কূল হারা
কূলের ধারে বইয়ারে ।।
এটি আসলে কোন কবিতা না এটি একটি গান । শখের বশে লেখা । এই পেজে কোন সুরোকার থাকলে সুর করে দেন ভাই ...।
আমি বইসা আছি পাড়ে
গুরু কেমনে যামু ঐ পাড়েতে
নৌকা খানি বাইয়ারে । ।
নৌকার যে ফাটা তলি
ঢেউয়ে ঢেউয়ে উঠে পানি
আমি কান্দি কূল হারা
কূলের ধারে বইয়ারে
কূলের ধারে বইয়া ।।
আকাশে মেঘের গর্জন
নদীতে উঠে জোয়ার
পাগলা হাওয়া বয়ে যায়
আমার পাশও দিয়া রে
আমার পাশও দিয়া ।
আমি কান্দি কূল হারা
কূলের ধারে বইয়ারে ।।
আমার আছে ছেঁড়া পাল
সাথে আছে ভাঙ্গা হাল
কেমনে দেব পাড়ি গুরু
ঢেউয়ের নদী বাইয়া রে ।।
আমি কান্দি কূল হারা
কূলের ধারে বইয়ারে ।।
এটি আসলে কোন কবিতা না এটি একটি গান । শখের বশে লেখা । এই পেজে কোন সুরোকার থাকলে সুর করে দেন ভাই ...।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রক্তিম ১৭/১১/২০১৪এটা গীতিকবিতা বার বার মুখে ফিরতে চায় । ভালো লেগেছে ।
-
জমাতুল ইসলাম পরাগ ১৯/১০/২০১৪দারুণ, আধ্যাত্মিক ভাবনা ওঠে এসেছে লিরিক থেকে
-
স্বপন শর্মা ১৬/১০/২০১৪আধ্যাতীক গান ভালো লাগল,
-
আবু সাইফ ১৬/১০/২০১৪।ওপারে যেতে চান কেন?
এপারের বাণিজ্য কি শেষ? -
পার্থ সাহা ১৬/১০/২০১৪valo laglo