অসমাপ্ত কথা
নিরবে চেয়ে রই আমি
তোমার পদ চিহ্নের দিকে
যে পথ ধরে গেছ চলে
আসনিতো আর ফিরে ।
কত কথা বলব তোমায়
ভেবে রেখে ছিলাম
বলি বলি করেও
হলনা তোমায় বলা ।
এক সাথে পথ চলবো দুজন
পথ হারা এই পথে
মাঝ পথে চেয়ে দেখি
তুমি নাই সাথে ।
কালের পথে একা করে
চলে গেলে তুমি বহু দূরে
দেহের ভিতর প্রাণটা রেখে
নিয়ে গেলে বাকি সবই ।
নিদ্রাহীন চোখে চেয়ে রই আমি
তোমার পদ চিহ্নের দিকে
যে পথ ধরে গেছো চলে
জানি আসবেনাতো কভু ফিরে ।
জীবনের পথে একা রেখে
ভালবাসা গুলোকে পদ দ্বারা
পিষ্ট করে কভু কারো
হৃদয়ের উপর দিয়ে
চলে যাতে নেই ।
তুমি গেছ চলে
ফিরাতে পারিনি তোমাকে
নির্বাক চোখে চেয়ে রই আমি
তোমার পদ চিহ্নের দিকে চেয়ে ।
তোমার পদ চিহ্নের দিকে
যে পথ ধরে গেছ চলে
আসনিতো আর ফিরে ।
কত কথা বলব তোমায়
ভেবে রেখে ছিলাম
বলি বলি করেও
হলনা তোমায় বলা ।
এক সাথে পথ চলবো দুজন
পথ হারা এই পথে
মাঝ পথে চেয়ে দেখি
তুমি নাই সাথে ।
কালের পথে একা করে
চলে গেলে তুমি বহু দূরে
দেহের ভিতর প্রাণটা রেখে
নিয়ে গেলে বাকি সবই ।
নিদ্রাহীন চোখে চেয়ে রই আমি
তোমার পদ চিহ্নের দিকে
যে পথ ধরে গেছো চলে
জানি আসবেনাতো কভু ফিরে ।
জীবনের পথে একা রেখে
ভালবাসা গুলোকে পদ দ্বারা
পিষ্ট করে কভু কারো
হৃদয়ের উপর দিয়ে
চলে যাতে নেই ।
তুমি গেছ চলে
ফিরাতে পারিনি তোমাকে
নির্বাক চোখে চেয়ে রই আমি
তোমার পদ চিহ্নের দিকে চেয়ে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইসমাত ইয়াসমিন ০৯/১১/২০১৪keu na keu ekjon ese jabe, purono kotha mone kore mon kharap korar dorkar nei. valo laglo.
-
মাসুম মুনাওয়ার ০৭/১১/২০১৪ভালো লাগলো
-
রক্তিম ০৫/১১/২০১৪এমন একটা লেখা আপনি ও অনেক স্বস্তি পেয়েছেন। ধন্যবাদ।
-
ডিবেটার সাদ্দাম হোসেন ০৩/১১/২০১৪তাকিয়েই আছি, শুধুই আশায়.........
দারুন -
রাশেদ আহমেদ শাওন ৩০/১০/২০১৪অসাধারণ
-
এম আর মিজান ৩০/১০/২০১৪ভালো লাগল
-
আকাশ আর আমি ২৭/১০/২০১৪ভালোই লেগেছে..
-
কৌশিক আজাদ প্রণয় ২২/১০/২০১৪গুল> গুলো, কাওর> কারো... এধরনের ছন্দময় কবিতায় অনুপ্রাসটা ঠিক রাখাটা খুব জুরুরি করি। এটার খুব অভাববোধ করলাম। বিয়োগান্তক একটি কবিতা। তবে আপনার অন্য যেসব দুর্দান্ত কবিতা পড়েছি এটাকে ততটা শক্তিশালী লাগেনি। আপনি আমার প্রিয় লেখকদের একজন। তাই এভাবে বললাম। আপনার কাছ থেকে আরও অনিন্দ্য কবিতা চাই কবি।
-
আবু সাইফ ১৮/১০/২০১৪যে যাবার সে যাবেই,
হাতের তালুতে পানি রাখা যায়, শক্ত করে ধরতে গেলেই আর থাকেনা- পড়ে যায় -
অসমাপ্ত গল্পটি ১৬/১০/২০১৪যা পাবার নয় তা নিয়ে মিথ্যা আসা বোকামি নয় কি?
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৬/১০/২০১৪হয়নি যাবারো বেলা শুরুতেই সব কিছু শেষ করে ...............
-
দীপ ১৫/১০/২০১৪প্রথম দিকটা বেশ ভালো, শেষের দিকটা একটু তারাহুরো মনে হলো...
-
টি আই রাজন ১৫/১০/২০১৪যার যাবার সে তো যাবেই;
যে আপনাকে ভালবেসেছে তাকে কখনো চাইলেও দূরে রাখতে পারবেন না। সকল বাধা ফেলে সে আসবেই।
আজ নয়তো কাল।।।।।।।।