নির্লব্ধ
চারপাশ ধুম্র জালে ঘেরা
ধুপের গন্ধে ভরা নিস্তব্ধ শহর ।
মনে হয় যেন কারফিউ
জারি করা হয়েছে ।
তারাগুলো জ্বল জ্বল করছে
ঐ দূর আকাশে ,
কিন্তু দেখার কেউ নেই ।
তারা লব্ধ বদ্ধ নিস্তব্ধ হিয়ায়
পথ খুঁজি আমি ধোঁয়ায় ভরা
এই মৃত নগরীতে ।
নিশাচর দুটি পাখি ডাকে
মাকড়সার জালের ফাঁকে,
আমি দেখিতে পাইনা তাহাদের
শুধু শুনিতে পাই ।
নিস্তব্ধ এই রাতে
ধুম্র জালে ঘেরা এই শহরেতে
শিরদাড়া দিয়ে বেয়ে উঠে
ভয়ের শিহরণ ।
আমি জানিনা, আমি বুঝিনা
আমি দেখিনা কিছু
কিসের ভয় , কিসের শিহরণ,
শুধু অনুভূতি আর সতর্কতা ।
অন্ধকারে কুয়াশায় ঘেরা
নিরব শহরে
জনকোলাহল ছাড়া
এই মৃত নগরীতে
হেঁটে যাচ্ছি আমি একেলা
নিঃসঙ্গতার বোঝা বয়ে ।
ধুপের গন্ধে ভরা নিস্তব্ধ শহর ।
মনে হয় যেন কারফিউ
জারি করা হয়েছে ।
তারাগুলো জ্বল জ্বল করছে
ঐ দূর আকাশে ,
কিন্তু দেখার কেউ নেই ।
তারা লব্ধ বদ্ধ নিস্তব্ধ হিয়ায়
পথ খুঁজি আমি ধোঁয়ায় ভরা
এই মৃত নগরীতে ।
নিশাচর দুটি পাখি ডাকে
মাকড়সার জালের ফাঁকে,
আমি দেখিতে পাইনা তাহাদের
শুধু শুনিতে পাই ।
নিস্তব্ধ এই রাতে
ধুম্র জালে ঘেরা এই শহরেতে
শিরদাড়া দিয়ে বেয়ে উঠে
ভয়ের শিহরণ ।
আমি জানিনা, আমি বুঝিনা
আমি দেখিনা কিছু
কিসের ভয় , কিসের শিহরণ,
শুধু অনুভূতি আর সতর্কতা ।
অন্ধকারে কুয়াশায় ঘেরা
নিরব শহরে
জনকোলাহল ছাড়া
এই মৃত নগরীতে
হেঁটে যাচ্ছি আমি একেলা
নিঃসঙ্গতার বোঝা বয়ে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শিমুল শুভ্র ১৫/১০/২০১৪অসাধারণ লাগলো ।
-
পিয়ালী দত্ত ১৪/১০/২০১৪খুব ভাল
-
স্বপন রোজারিও(১) ১৪/১০/২০১৪চমৎকার হয়েছে।
-
মোহাম্মদ তারেক ১৪/১০/২০১৪অনেক সুন্দর হয়েছে লেখাটা...