www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ইন্দ্রকুমারী

নীল আকাশ থেকে এক
রাশ নীল এনে বিধাতা
ছড়িয় দিয়েছে তোমার দু নয়নে ।
সূর্যের এক ঝলক এনে
বসিয়ে দিয়েছে তোমার
ঠোঁটের কোনে ঐ মুচকি হাসিতে ।
মেঘের কাঠ কয়লা রং এনে
মিশিয়ে দিয়েছে
তোমার রেশমি কালচুলে ।
তুমি অপূর্বা, তুমি অপ্সরা
তুমি ইন্দ্রধনুর ইন্দ্রকুমারী ।
রং ধনুর সাত রং থেকে সব
রং এনে বিধাতা
মিশিয়ে দিয়েছে তোমার হৃদয়ে ।
সাগরের গভিরতা থেকেও
গভির করে দিয়েছে
তোমার ভালবাসাকে ।
তুমি অনন্যা , তুমি অতুলনীয়া
তুমি সীমাহীন
আসমানের সিমানা থেকেও ।

১০/৬/২০০৬ইং
ঢাকা মিরপর
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Jibon FS ১০/১০/২০১৪
    bahh !!! Chomotkar.
  • সাইদুর রহমান ১০/১০/২০১৪
    দারুণ লাগলো।
    শুভেচ্ছা।
  • পার্থ সাহা ১০/১০/২০১৪
    khub sundor
  • সুন্দর ভাবনায় অনন্য।
  • শিমুদা ১০/১০/২০১৪
    বাহঃ দারুন সৃষ্টি ঈন্দ্রকুমারী খুব ভাল লাগল
  • হিমু ১০/১০/২০১৪
    অনেক রোমান্টিক একটি কবিতা । অনেক ভাল লাগলো ।
  • আফরান মোল্লা ১০/১০/২০১৪
    খুব ভালো লাগলো॥
 
Quantcast