থাকতে পারলাম না তোমায় ছাড়া
থাকতে পারলাম না আমি তোমায় ছাড়া
থাকতে পারলাম না আমি তোমার অবদ্ধ ভালবাসা স্পর্শ ছাড়া।
আমি ঘৃণা করি তোমায়, সত্যিই আমি ঘৃণা করি তোমায়,
আমি ভালবাসিনা তোমায়, সত্যিই আমি ভালবাসিনা তোমায়,
তবুও কেন যেন তোমার চোখে চোখ রেখে
অতল কোন এক ভাবনার জগতে তলিয়ে যেতে মন চায়,
তোমার হাতে হাত রেখে আমার হারিয়ে যেতে মন চায়
অনেক দূর অজানায়।
আমি সত্যিই চাইনা তোমায়
সত্যি সত্যি সত্যি তিন সত্যি…।
তবুও তোমায় ছাড়া থাকতে পারলাম না
তবুও তোমার মুখের কথা না শুনে স্থির থাকতে পারলাম না,
তোমার ভালবাসার টানে আমি ছুটে আসি বার বার
যতই কষ্ট দাও আর যতই আমি চাই তোমার কাছ থেকে দূরে সরে থাকতে
তবুও পারিনা, ফিরে আসি বার বার তোমার হিমালয় তুল্য ভালবাসার কাছে ।
থাকতে পারলাম না আমি তোমার অবদ্ধ ভালবাসা স্পর্শ ছাড়া।
আমি ঘৃণা করি তোমায়, সত্যিই আমি ঘৃণা করি তোমায়,
আমি ভালবাসিনা তোমায়, সত্যিই আমি ভালবাসিনা তোমায়,
তবুও কেন যেন তোমার চোখে চোখ রেখে
অতল কোন এক ভাবনার জগতে তলিয়ে যেতে মন চায়,
তোমার হাতে হাত রেখে আমার হারিয়ে যেতে মন চায়
অনেক দূর অজানায়।
আমি সত্যিই চাইনা তোমায়
সত্যি সত্যি সত্যি তিন সত্যি…।
তবুও তোমায় ছাড়া থাকতে পারলাম না
তবুও তোমার মুখের কথা না শুনে স্থির থাকতে পারলাম না,
তোমার ভালবাসার টানে আমি ছুটে আসি বার বার
যতই কষ্ট দাও আর যতই আমি চাই তোমার কাছ থেকে দূরে সরে থাকতে
তবুও পারিনা, ফিরে আসি বার বার তোমার হিমালয় তুল্য ভালবাসার কাছে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদুর রহমান ০৬/১০/২০১৪
-
স্বপন রোজারিও(১) ০৫/১০/২০১৪প্রিয়াকে ছাড়া বাঁচা যায় না।
-
আফরান মোল্লা ০৫/১০/২০১৪দারুণ!!খুব ভালো লাগলো
ভালো থাকবেন।
ঈদ মোবারক।