ভালবাসার বিদায়
ভালবাসা তোমায় দিলাম বিদায়
অশ্রুসিক্ত দু’ নয়নে।
ঘর ছাড়া আমি আজ
হয়েছি উদাসি,
শুধু তোমারই বিহনে।
নাই নাই মনে ভালবাসার ছায়া
নিদ্রাহীন চোখে রাত জেগে থাকা।
ভালবাসা তোমায় দিলাম বিদায়
কান্না ভরা এই দু’ চোখের ধারায়।
অশ্রুসিক্ত দু’ নয়নে।
ঘর ছাড়া আমি আজ
হয়েছি উদাসি,
শুধু তোমারই বিহনে।
নাই নাই মনে ভালবাসার ছায়া
নিদ্রাহীন চোখে রাত জেগে থাকা।
ভালবাসা তোমায় দিলাম বিদায়
কান্না ভরা এই দু’ চোখের ধারায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহাম্মদ তারেক ০৪/১০/২০১৪এই বিতাড়িত ভালবাসা অজান্তেই আবার মনে বাসা বাঁধুক নতুন ধারায় সে কামনা করছি কবি.... ভাল লাগলো লেখাটা..
-
আফরান মোল্লা ০৪/১০/২০১৪খুব ভালো লাগলো।