তোমায় পাবনা জানি
ভালবাসি তোমায় বলতে পারি না
কিন্তু সত্যিই আমি ভালবাসি তোমায় ।
তুমি আমার হবার নও, সত্যিই তুমি আমার হবার নও
তবুও তোমায় নিয়ে আমি স্বপ্ন দেখি ,
স্বপ্ন দেখি দূরে কোথাও নাম না জানা নদীর তীরে
আমি আর তুমি হাঁটছি বসন্তের চনমনে রোদ্দুর গাঁয়ে মেখে ।
তোমাকে পাবনা জানি
কিন্তু ভালবাসতে তো দোষ নেই।
আমাকে তোমায় ভালবাসতে বাঁধা দেওয়ার তো কোন অধিকার তোমার নেই,
জানি তোমায় পাবনা
কিন্তু তোমায় নিয়ে স্বপ্ন দেখতে তো কোন দোষ নেই ।
দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর
অনন্ত কাল আমি ভালবেসে যাব তোমায় ,
গোপনে তোমার অগচরে আমি ভালবেসে যাব তোমায়
যত দিন আমার দেহে প্রাণ থাকে।
কিন্তু সত্যিই আমি ভালবাসি তোমায় ।
তুমি আমার হবার নও, সত্যিই তুমি আমার হবার নও
তবুও তোমায় নিয়ে আমি স্বপ্ন দেখি ,
স্বপ্ন দেখি দূরে কোথাও নাম না জানা নদীর তীরে
আমি আর তুমি হাঁটছি বসন্তের চনমনে রোদ্দুর গাঁয়ে মেখে ।
তোমাকে পাবনা জানি
কিন্তু ভালবাসতে তো দোষ নেই।
আমাকে তোমায় ভালবাসতে বাঁধা দেওয়ার তো কোন অধিকার তোমার নেই,
জানি তোমায় পাবনা
কিন্তু তোমায় নিয়ে স্বপ্ন দেখতে তো কোন দোষ নেই ।
দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর
অনন্ত কাল আমি ভালবেসে যাব তোমায় ,
গোপনে তোমার অগচরে আমি ভালবেসে যাব তোমায়
যত দিন আমার দেহে প্রাণ থাকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহাম্মদ তারেক ০৩/১০/২০১৪ভালবাসা প্রিয় মানুষের আবেগী কথন...সত্যিই, ভালবাসতে তো কােন দোষ নেই।
-
স্বপন রোজারিও(১) ০৩/১০/২০১৪খুব সুন্দর হয়েছে। ভালবাসার প্রতিদান না পেলেও কিছু কিছু মানুষ নীরবে হয়তো ভালসেবে যায় আমৃত্যু।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৩/১০/২০১৪ইয়েস ইটস কলড লাভ. ভালোবেসে যান হয়ে যাবে.................
-
অ ০২/১০/২০১৪স্যালুট আপনার ভালোবাসাকে ।
-
অ ০২/১০/২০১৪স্যালুট পনার ভালোবাসাকে ।