অসমাপ্ত জীবন
শিউড়ে উঠি আমি বার বার
একী নিদারুণ সংগ্রাম?
গোলক ধাঁধাঁর ধুম্র জালের ফাঁদে
জীবন যেন আটকে আছে বহু বছর ধরে ,
বারংবার আমি চলছি একই পথ ধরে
যে পথ গেছে চলে, আবাও আমি
সে পথেই আসি ফিরে ।
আলোর পরে আসে আঁধার
আঁধারের পর আলো ,
জীবন আটকে আছে ঘূর্ণি ঝড়ের
ঘূর্ণির ফাঁদে পড়ে ।
অদৃশ্য কোন এক গোলক ধাঁধাঁয় পড়ে
জীবনের বাঁকে বাঁকে
হোঁচট খেয়ে খেয়ে আবার ও আমি
ফিরে আসি সেই একই পথে ।
যে পথ ধরে আমি গেছি চলে
সে পথেই আসি ফিরে ........... ।
একী নিদারুণ সংগ্রাম?
গোলক ধাঁধাঁর ধুম্র জালের ফাঁদে
জীবন যেন আটকে আছে বহু বছর ধরে ,
বারংবার আমি চলছি একই পথ ধরে
যে পথ গেছে চলে, আবাও আমি
সে পথেই আসি ফিরে ।
আলোর পরে আসে আঁধার
আঁধারের পর আলো ,
জীবন আটকে আছে ঘূর্ণি ঝড়ের
ঘূর্ণির ফাঁদে পড়ে ।
অদৃশ্য কোন এক গোলক ধাঁধাঁয় পড়ে
জীবনের বাঁকে বাঁকে
হোঁচট খেয়ে খেয়ে আবার ও আমি
ফিরে আসি সেই একই পথে ।
যে পথ ধরে আমি গেছি চলে
সে পথেই আসি ফিরে ........... ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০১/১০/২০১৪সুন্দর। ব্যাতিক্রমী ভালো লাগলো।
-
চূড়ান্ত ০১/১০/২০১৪চমৎকার
-
কৌশিক আজাদ প্রণয় ০১/১০/২০১৪সমরেশের "আট কুঠুরি নয় দরজা" বইতে পেয়েছিলাম যেই আকাশলাল একটা সিস্টেমকে ভাঙতে সংগ্রাম করে , নিজের অজান্তেই সে ঐ সিস্টেম দ্বারা পরিচালিত হয়। পড়ে দেখা যায় বর্তমান রাজনীতিকে ব্যবহার করা বোর্ডেরই সৃষ্টি সে। অসাধারণ লাগলো কবিতাটা। কবিতার চরিত্রটি যতবারই পরিবর্তনের স্বপ্নে বিভোর হয় ততবারই কোনো এক ভ্রান্তির ছলনায় ফিরে আসে চর্চিত বর্তমানে ।
-
মঞ্জুর হোসেন মৃদুল ৩০/০৯/২০১৪খুব ভাল লাগল।
-
স্বপন রোজারিও(১) ৩০/০৯/২০১৪খুব ভাল হয়েছে। কবিতার জন্য ধন্যবাদ।
-
শিমুদা ৩০/০৯/২০১৪ভাল লাগল কবিতা