www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জাহাজী

বাতি ঘরে বাতি নাই
আলো কোথায় পাই ?
আমি জাহাজী একলা একলা
পথ হেঁটে যাই ।
পথ হাঁটা ছাড়া যে
কোন গতি নাই ,
পথ হেঁটে হেঁটেই আমি
আলো খুঁজে বাড়াই ।
পাল গেছে ছিঁড়ে
হায় মাস্তুল গেছে ভেঙ্গে ,
হাল গেছে ছুটে
আমার তলি গেছে ফেঁটে ।
ভাঙ্গা জাহাজ নিয়ে আমি
কূল নাহি পাই
আমি জাহাজী একলা একলা
পথ হেঁটে যাই ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৯৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • একনিষ্ঠ অনুগত ০৪/১০/২০১৪
    ভালো...
  • আমরা তার রুহের মাগফেরাত কামনা করি। ভালো হয়েছে।
  • গাছে> গেছে
    পুরোটাই নৈরাশ্য... খুব দারুন ভাবে চিত্রিত হয়েছে। ভালো লাগলো কবি।
 
Quantcast