আক্ষেপ
কত শহস্র হাজার বার চেয়েছি আমি তোমায় ঘৃণা করতে
কত নির্ঘুম রাত আমি কাটিয়ে দিয়েছি তোমায় নিয়ে
আর কোন স্বপ্ন দেখবো না বলে ।
আমার বিধাতা জানে এই হৃদয়ে শূন্যতা গুলো
বেশ ধরে আছে চোরাবালির মত করে,
চোরাবালির চোরা টানে
ধীরে ধীরে তলিয়ে যাচ্ছি আমি তোমার স্মৃতির ধুম্র জালের অতল গহ্বরে ।
কত বার ভেবেছি তোমার চোখে চোখ রেখে
দৃঢ় কন্ঠে বলব আমি, বাসি না ভাল তোমায় এখন আর আমি।
তোমায় তোমার দেওয়া কষ্টগুলো ফিরিয়ে দিতে গিয়ে
কর বার ফিরে এসেছি আমি তোমার দুয়ার থেকে ।
পারিনি তোমায় তোমার দেওয়া কষ্টগুলো ফিরিয়ে দিতে
পারিনা তোমায় এত কিছুর পরও ঘৃণা করতে।
পারিনা তোমায় বাসি না ভাল বলতে ।
আমার বিধাতা জানে শুধু ভালবাসি তোমায় আমি
এখনো আগেরই মত করে।
(২৮/০১/২০১৪ইং)
কত নির্ঘুম রাত আমি কাটিয়ে দিয়েছি তোমায় নিয়ে
আর কোন স্বপ্ন দেখবো না বলে ।
আমার বিধাতা জানে এই হৃদয়ে শূন্যতা গুলো
বেশ ধরে আছে চোরাবালির মত করে,
চোরাবালির চোরা টানে
ধীরে ধীরে তলিয়ে যাচ্ছি আমি তোমার স্মৃতির ধুম্র জালের অতল গহ্বরে ।
কত বার ভেবেছি তোমার চোখে চোখ রেখে
দৃঢ় কন্ঠে বলব আমি, বাসি না ভাল তোমায় এখন আর আমি।
তোমায় তোমার দেওয়া কষ্টগুলো ফিরিয়ে দিতে গিয়ে
কর বার ফিরে এসেছি আমি তোমার দুয়ার থেকে ।
পারিনি তোমায় তোমার দেওয়া কষ্টগুলো ফিরিয়ে দিতে
পারিনা তোমায় এত কিছুর পরও ঘৃণা করতে।
পারিনা তোমায় বাসি না ভাল বলতে ।
আমার বিধাতা জানে শুধু ভালবাসি তোমায় আমি
এখনো আগেরই মত করে।
(২৮/০১/২০১৪ইং)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আর. কে. (র্নিবাক আমি) ২৭/০৯/২০১৪
-
অ ২৭/০৯/২০১৪কাউকে যদি প্রকৃত ভালোবাসা যায় তার নাম কখনো হৃদয় থেকে মোছা যায় না । জলছাপ হয়ে নিজের অস্তিত্ব জানান দেয় প্রতিনিয়ত ।
অনেক ভালো লাগল কবিতাটি ।
ভালো থাকবেন কবি । -
বেনামী পত্তনদার ২৭/০৯/২০১৪নিজেকে খুঁজে পেলাম। অসংখ্য ধন্যবাদ।
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৭/০৯/২০১৪অনেক ভাল লাগল।
-
সহিদুল হক ২৭/০৯/২০১৪ভাল লাগা জানাই।
-
আহমাদ সাজিদ ২৭/০৯/২০১৪সুন্দর।
প্রকৃত ভালবাসার মৃত্যু নেই ।।
ভাল লেগেছে ।।