স্বার্থোম্মত্ত
মুখে হাসি অন্তরে বিষ,
এক হাতে ফুলার তোরা
অন্য হাতে লুকায়িত ছোরা ।
সামনে বল ভাই
পিছে গেলে শালা ।
গাছের গোড়ায় ঢাল পানি
আড়ালেতে শিকড় কাটি ।
এই না হল মানব জাতি
স্বার্থের পূজারী ।
স্বার্থের কারনে হাস
স্বার্থের কারনে কাঁদ ।
স্বার্থসিদ্ধ হলে পরে
উল্টো পায়ে হাঁটো।
মিথ্যা ভালবাসার জাল পাত
মাকড়সার জালের মত ।
কর্ম উদ্ধার হলে পরে
নিরুদ্দেশ হয়ে থাক ।
বিপদে পরলে আপন কর
বিপদ সারলে ভাগ ,
রক্ত খেকো নেকড়ের রূপে
মানুষ সেজে ঘুরো ।
ঝোপ বুঝে কোঁপ মারো
শিকারের সন্ধানে থাক ।
রক্তের গন্ধে পাগল হয়ে
যার তার সাথে মিশো।
মিথ্যে রূপ মিথ্যা অভিনয়
মিথ্যা যে চোখের ভাষা ,
চামড়ার মুখোশ পরে শুধু
সং সেজে বসে থাকা ।
এক হাতে ফুলার তোরা
অন্য হাতে লুকায়িত ছোরা ।
সামনে বল ভাই
পিছে গেলে শালা ।
গাছের গোড়ায় ঢাল পানি
আড়ালেতে শিকড় কাটি ।
এই না হল মানব জাতি
স্বার্থের পূজারী ।
স্বার্থের কারনে হাস
স্বার্থের কারনে কাঁদ ।
স্বার্থসিদ্ধ হলে পরে
উল্টো পায়ে হাঁটো।
মিথ্যা ভালবাসার জাল পাত
মাকড়সার জালের মত ।
কর্ম উদ্ধার হলে পরে
নিরুদ্দেশ হয়ে থাক ।
বিপদে পরলে আপন কর
বিপদ সারলে ভাগ ,
রক্ত খেকো নেকড়ের রূপে
মানুষ সেজে ঘুরো ।
ঝোপ বুঝে কোঁপ মারো
শিকারের সন্ধানে থাক ।
রক্তের গন্ধে পাগল হয়ে
যার তার সাথে মিশো।
মিথ্যে রূপ মিথ্যা অভিনয়
মিথ্যা যে চোখের ভাষা ,
চামড়ার মুখোশ পরে শুধু
সং সেজে বসে থাকা ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ২৪/০৯/২০১৪বাস্তববাদী কবিতা।।
-
গাজী তারেক আজিজ ২৪/০৯/২০১৪ভালো লেগেছে
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৪/০৯/২০১৪ওয়াও তো ভালোই লাগলো।