নিষ্পাপ আমি
মা আমি তোমার ছোট্ট ভ্রূণ
তোমার গর্ভে বাস ;
তোমারদের ভালবাসার স্পর্শেই
এসেছি আমি তোমার গর্ভে
করো না আমার জীবন নাশ।
এখনো আমি দেখি নি পৃথিবীর আলো,
নেই নি এই ধরার বাতাস ।
তবু কেন মা আমায় তুমি
চাইছো মারতে থাকতে তোমার নিঃশ্বাস ?
(ভ্রূণ হত্যা একটি জঘন্য তম অপরাধ, আসুন এর বিরুদ্ধে সামাজীক প্রতিরোধ গড়েতুলি )
তোমার গর্ভে বাস ;
তোমারদের ভালবাসার স্পর্শেই
এসেছি আমি তোমার গর্ভে
করো না আমার জীবন নাশ।
এখনো আমি দেখি নি পৃথিবীর আলো,
নেই নি এই ধরার বাতাস ।
তবু কেন মা আমায় তুমি
চাইছো মারতে থাকতে তোমার নিঃশ্বাস ?
(ভ্রূণ হত্যা একটি জঘন্য তম অপরাধ, আসুন এর বিরুদ্ধে সামাজীক প্রতিরোধ গড়েতুলি )
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ২৪/০৯/২০১৪অবৈধ প্রনয়ের ফসল স্বরুপ সৃষ্ট ভ্রূণ যেমন নষ্ট করা হয় তেমনি অনেক স্বামী স্ত্রীরাও আজকাল ভ্রূণ নষ্ট করে থাকেন। প্রথমোক্তদের তো গড়াতেই ভুল ছিল তাদের আরেকটি ভুল করা অস্বাভাবিক নয় কিন্তু শেষোক্তরা কেন?
-
পিয়ালী দত্ত ২৩/০৯/২০১৪ভাল লাগা রইল
-
অ ২৩/০৯/২০১৪কি আর বলবো.........
হয়তো কলিকাল চলছে ।
চেয়ে দেখতে হবে এরকম কিছু নষ্ট বিবেকের নষ্টামি......... -
নূরুল ইসলাম সাইফুল ২৩/০৯/২০১৪অনেক ভালো লাগলো।