দিক হারা
অমাবস্যা রাতে দিক হারা
আমরা কজন নাবিক,
আজও খুঁজিয়া বেড়াই আমাদের
অস্তিত্বের দাবি।
আঁধার রাত্রি দিতে হবে পাড়ি
বিনা আলোর পথে,
কি করি হায়, ভেবে নাহি পাই
রেহাই পাব কেমনে?
দরিয়ায় ভিষণ উঠিছে তুফান
আজ এ অমাবস্যা রাতে।
রাত্রি ফুরায় তবু কাটেনা আঁধার
এথায় আসেনা কভু কিরণ অরুণের।
কি করি হায় আজ, আমরা কজন নাবিক,
আজ উঠিছে তরীতে হতাশার গুঞ্জন।
পারি দেব কামনে এই ভয়াল দরিয়া,
আমদের যে তরী ভাঙ্গা।
নাহি পাল, নাহি হাল
নাহি আলোর দিশা।
এমত অবস্থায় কি করি মোরা ,
নাহি পাই কোন কূলের দেখা।
খোদা, ভগবান, ঈশ্বর
যাই হওনা কেন তুমি
দূর কর মোদের এই করুণ পরিণতি।
রচনা কাল ২২/৪/২০০৪ইং
ঢাকা মিরপুর
আমরা কজন নাবিক,
আজও খুঁজিয়া বেড়াই আমাদের
অস্তিত্বের দাবি।
আঁধার রাত্রি দিতে হবে পাড়ি
বিনা আলোর পথে,
কি করি হায়, ভেবে নাহি পাই
রেহাই পাব কেমনে?
দরিয়ায় ভিষণ উঠিছে তুফান
আজ এ অমাবস্যা রাতে।
রাত্রি ফুরায় তবু কাটেনা আঁধার
এথায় আসেনা কভু কিরণ অরুণের।
কি করি হায় আজ, আমরা কজন নাবিক,
আজ উঠিছে তরীতে হতাশার গুঞ্জন।
পারি দেব কামনে এই ভয়াল দরিয়া,
আমদের যে তরী ভাঙ্গা।
নাহি পাল, নাহি হাল
নাহি আলোর দিশা।
এমত অবস্থায় কি করি মোরা ,
নাহি পাই কোন কূলের দেখা।
খোদা, ভগবান, ঈশ্বর
যাই হওনা কেন তুমি
দূর কর মোদের এই করুণ পরিণতি।
রচনা কাল ২২/৪/২০০৪ইং
ঢাকা মিরপুর
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কৌশিক আজাদ প্রণয় ২৪/০৯/২০১৪
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৪/০৯/২০১৪কে আছে যুয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যত। মেঘ দেখে তোরা করিসনে ভয় আড়ালে তার সূর্য হাসে। বেশ উদ্দীপনা মূলক লেখা। ভালো লাগলো।
-
পিয়ালী দত্ত ২৩/০৯/২০১৪ভাল লাগল
কবিতার চেতনাটি দুর্বার। দুর্গমকে জয় করার অভীপ্সা। তবে কবি, আমার মনে হয় এই কবিতায় আপনি অনুপ্রাসের ব্যবহার করলে ছন্দগত নান্দনিকতায় কবিতাটি আরও অসাধারণ হতো।