দাহী
পাতা কুড়ানোর মত সুখ কুড়িয়েছিলাম আমি
তোমার বাহুতে এসে।
তোমার দেহের উষ্ণতায় আমি নিজেকে সপে দিয়েছিলাম
সুখের মহা উম্মাত্ত নৃত্যে।
তোমার দেহের কুড়িয়ে পাওয়া সুখ গুলো
আজ ও আমায় কুরেকুরে খায়।
আমি যতটুকু সুখ কুড়িয়ে নিয়েছিলাম তোমার কাছ থেকে
তার থেকে হাজার গুন বেশি কষ্ট বুকে পুষে বেড়াচ্ছি
প্রতি দিন প্রতি রাত প্রতিটা মূহুর্ত।
তোমার ভালবাসার নিয়ে আমি আজ নিঃস্ব
তার চেয়ে বরং বিনা ভালবাসাই ছিল অনেক ভাল ।
অন্তত স্বাধীন তো ছিলাম কষ্টের নীল বিষের বিষাক্ত ছোবল থেকে।
তোমার বাহুতে এসে।
তোমার দেহের উষ্ণতায় আমি নিজেকে সপে দিয়েছিলাম
সুখের মহা উম্মাত্ত নৃত্যে।
তোমার দেহের কুড়িয়ে পাওয়া সুখ গুলো
আজ ও আমায় কুরেকুরে খায়।
আমি যতটুকু সুখ কুড়িয়ে নিয়েছিলাম তোমার কাছ থেকে
তার থেকে হাজার গুন বেশি কষ্ট বুকে পুষে বেড়াচ্ছি
প্রতি দিন প্রতি রাত প্রতিটা মূহুর্ত।
তোমার ভালবাসার নিয়ে আমি আজ নিঃস্ব
তার চেয়ে বরং বিনা ভালবাসাই ছিল অনেক ভাল ।
অন্তত স্বাধীন তো ছিলাম কষ্টের নীল বিষের বিষাক্ত ছোবল থেকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কৌশিক আজাদ প্রণয় ২২/০৯/২০১৪বেদনার অসাধারণ অভিব্যক্তি। ভালো লাগলো কবি
-
অ ২১/০৯/২০১৪ভালবাসা হারিয়ে গেলে বোধহয় এমনটিই হয় ।
অনেক ভালো লাগল কবিতাটি । -
কামাল উদ্দিন আজাদ খোকন ২১/০৯/২০১৪কবিতাটি মোটামুটি ভালই হয়েছে। তবে আর ও গঠনমূলক হতে পারতো। তবুও ধন্যবাদ ।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২১/০৯/২০১৪খুবই চমৎকার লিখেছেন।
-
রূপক বিধৌত সাধু ২১/০৯/২০১৪ভাল লাগল।