মুখোশ
হাসছি আমি কান্নার মাঝে রঙ্গিন মুখোশ পড়ে
ঊলুপ দীপ্তি ঢাকা পড়ে বিমনস্ক নীরদের আঁধারে।
বিষাক্ত বাণ লুকিয়ে আছে কার ছলে ভরা হাসিতে ,
কারে করিব বিশ্বাস আমি মুখোশ যে পরিহিত সকলে ।
সাত প্রলপে ঢাকা চামড়ার মুখোশ হাসি কান্নার মাঝে
ঈর্ষার মন্ত্র আওরায় সে যে পিছন দিকে ফিরে ।
কেউ পড়ে ভালোর মুখোশ মন্দের অন্তরালে
কেউ পড়ে ধর্মের মুখোশ ভিতরে শয়তান রেখে ।
আপনজনার মুখোশ পড়ে দূরে সরে থাকে
চোখে মুখের লোলুপ আভা ঢেকে রাখে ছলে।
বুঝবো কেমনে কে আপন আর কে'বা পর
এত সব উষ্ণ রং বেরঙ্গের মুখোশের ভীরে?
কেউ রং মেখে সং সাঁজে ভিতরে দুঃখ পুষে,
কেউ বা আবার অশ্রু ঝড়ায় লোক দেখানোর তরে ।
মুখোশ ছাড়া কেউ নেই এই ভবের দুনিয়ায়
মুখোশ পড়ে তাই বসে আছি আমি নিশীথ অবেলায় ।
ঊলুপ দীপ্তি ঢাকা পড়ে বিমনস্ক নীরদের আঁধারে।
বিষাক্ত বাণ লুকিয়ে আছে কার ছলে ভরা হাসিতে ,
কারে করিব বিশ্বাস আমি মুখোশ যে পরিহিত সকলে ।
সাত প্রলপে ঢাকা চামড়ার মুখোশ হাসি কান্নার মাঝে
ঈর্ষার মন্ত্র আওরায় সে যে পিছন দিকে ফিরে ।
কেউ পড়ে ভালোর মুখোশ মন্দের অন্তরালে
কেউ পড়ে ধর্মের মুখোশ ভিতরে শয়তান রেখে ।
আপনজনার মুখোশ পড়ে দূরে সরে থাকে
চোখে মুখের লোলুপ আভা ঢেকে রাখে ছলে।
বুঝবো কেমনে কে আপন আর কে'বা পর
এত সব উষ্ণ রং বেরঙ্গের মুখোশের ভীরে?
কেউ রং মেখে সং সাঁজে ভিতরে দুঃখ পুষে,
কেউ বা আবার অশ্রু ঝড়ায় লোক দেখানোর তরে ।
মুখোশ ছাড়া কেউ নেই এই ভবের দুনিয়ায়
মুখোশ পড়ে তাই বসে আছি আমি নিশীথ অবেলায় ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ২৩/০৯/২০১৪চমৎকার লাগলো এই লেখাটি।। ৯/১০
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২২/০৯/২০১৪এক কথায় চমৎকার। চমৎকার ভাবনা এবং চমৎকার প্রতিপাদ্য। সুপার লাইক।