সহস্র লক্ষ বছর পরে
আজ হতে সহস্র লক্ষ বছর্ পরে এই ধূসর পৃথিবীতে
হিমালয়ের মত দাঁড়িয়ে থাকবে মাথা উঁচু করে
গোধূলি লগ্নের সূর্যের আলোয় আমাদের ভালবাসা ।
হয়তো কোন সভ্যতার সাক্ষী হতে পারবেনা
হয়তো পারবে না ইতিহাসের পাতায় জাগা করে নিতে ,
তবুও আমার ভালবাসা মিশে থাকবে পৃথিবীর ধূল কণায়
আকাশে বাতাসে প্রকৃতির মাঝে ।
হিমালয়ের মত দাঁড়িয়ে থাকবে মাথা উঁচু করে
গোধূলি লগ্নের সূর্যের আলোয় আমাদের ভালবাসা ।
হয়তো কোন সভ্যতার সাক্ষী হতে পারবেনা
হয়তো পারবে না ইতিহাসের পাতায় জাগা করে নিতে ,
তবুও আমার ভালবাসা মিশে থাকবে পৃথিবীর ধূল কণায়
আকাশে বাতাসে প্রকৃতির মাঝে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মঞ্জুর হোসেন মৃদুল ২০/০৯/২০১৪অনেক ভাল লাগল।
-
স্বপন রোজারিও(১) ২০/০৯/২০১৪ভালোবাসা থাকবে চিরকাল।
-
জমাতুল ইসলাম পরাগ ২০/০৯/২০১৪ভালোবাসার স্থায়িত্ব হোক চিরন্তন
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২০/০৯/২০১৪ভালবাসার কনফিডেন্ট বেশ শক্ত। । হতেও পারে তোমাদের মিলন মেলা এক ইতিহাস।
-
কৌশিক আজাদ প্রণয় ২০/০৯/২০১৪ভালবাসার প্রগার প্রকাশ। প্রেমবিদ্ধ প্রতিটি অক্ষর। চমৎকার কবি