www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিভূতি --- ২

গণিকারা বাড়ি ফিরে নিশাচর পাখির মত,
ভোরের আলো, নির্ঘুম চোখ, নিয়ে অপবিত্র ক্লান্ত দেহ ।
ব্যস্ত শহর আবার ব্যস্ত হয় রাতের নিরবতা ভেঙ্গে
কুকুর বিড়ালের মত সব ডাস্টবিনে যায় খাবারের সন্ধানে।
বুভুক্ষিত গৃধ্র দেখে আকাশ থেকে কঙ্কাল সাড় মানব দেহ,
মনে মনে ভাবে গৃধ্র প্রাণ ছাড়বে কখন ঐ দেহ?
গৃধ্রের দীর্ঘ প্রতীক্ষার প্রহর শেষ হয়
দু’শো ছয়টা মাংসহীন অস্থির সাথে,
তবুও গৃধ্র তৃপ্তির ঢেঁকুর তুলে পরিবার পরিজন নিয়ে।
চারদিকে শুধু হাহাকার আর লাশের পঁচা গন্ধ
মানুষ নামক বিভূতি আজ যুদ্ধ যুদ্ধ খেলায় লিপ্ত।
নতুন নতুন ফতোয়ার ভিড়ে ধর্মকে করে বিভক্ত
ধর্মের দোহাই দিয়ে শুধু মণ্ডুর কর্তনে ক্ষিপ্ত ।

রচনা কালঃ ১৯/০৯/২০১৪ইং
আয়ারল্যান্ড

কিছু শব্দের অর্থঃ
গণিকা > দেহ ব্যবসায়ী,
গৃধ্র > শকুন ,
বিভূতি > ঈশ্বের অলংকার,
বুভুক্ষিত > ক্ষুধার্থ
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কবিতার প্রতিপাদ‌্যটা অনেক সুন্দর। নিচে শব্দার্থ গুলো দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
  • Mamun ২০/০৯/২০১৪
    KHOB VALO LAGSE..... OSHADHARON!!!
 
Quantcast