দুর্বদ্ধ
ঘন জঙ্গল পোকামাকরের ঘর বসতি
দুর্গম পথ অন্ধকার রজনী
পাড়ি দিতে হবে সঙ্গী ছাড়া
দুর্লক্ষ্য এই দুর্লঙ্ঘ পথ ।
দূর বহু দূর আলোর দিশা
পৌছাতে হবে কাঠখোর পুড়িয়ে ।
সামনে আছে বিশাল পাহাড়
জঙ্গলটা পেরিয়ে ।
পাহাড়ের চূড়ায় উঠে দেখি
অথৈ জলের নীল জলরাশি,
ঢেউয়ে ঢেউয়ে উত্তাল
হাঙ্গর জলে ভাসে ।
হাঙ্গর সমুদ্র হয়ে পার
অন্য কূলেতে আসি,
অন্য কূলেতে এসে দেখি
আমি পরবাসি ।
দুর্গম পথ অন্ধকার রজনী
পাড়ি দিতে হবে সঙ্গী ছাড়া
দুর্লক্ষ্য এই দুর্লঙ্ঘ পথ ।
দূর বহু দূর আলোর দিশা
পৌছাতে হবে কাঠখোর পুড়িয়ে ।
সামনে আছে বিশাল পাহাড়
জঙ্গলটা পেরিয়ে ।
পাহাড়ের চূড়ায় উঠে দেখি
অথৈ জলের নীল জলরাশি,
ঢেউয়ে ঢেউয়ে উত্তাল
হাঙ্গর জলে ভাসে ।
হাঙ্গর সমুদ্র হয়ে পার
অন্য কূলেতে আসি,
অন্য কূলেতে এসে দেখি
আমি পরবাসি ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ২০/০৯/২০১৪ভালো লিখেছেন ৫/১০।
-
অ ১৮/০৯/২০১৪প্রথমে ভেবেছিলাম দূরন্ত পথিক জাতীয় রচনা । কিন্তু শেষে পেলাম একাকীত্বের বেদনা । দুইয়ে মিলিয়ে ভালোই হয়েছে ।
-
মোহাম্মদ হাবিব বেন আব্দুস ছোবান ১৮/০৯/২০১৪কবি ভাল লাগলো
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৮/০৯/২০১৪ইন্নালিল্লাহি .....................