তুমি সুন্দর
তুমি সুন্দর দূর নক্ষত্রের আলোর মত
তুমি সুন্দর পূর্ণিমা রাতের পূর্ণ চাঁদের মত
তুমি সুন্দর নদীর বয়ে যাওয়া ধারার মত
তুমি সুন্দর ভোরের কুসুমের ন্যায় সূর্যটার মত
তুমি সুন্দর তুমি সুন্দর ।
তুমি সুন্দর নীল আকাশের নিচে
সবুজে ঘেরা অরণ্যের মত ।
তুমি সুন্দর নিশাচর স্বপ্নের মত
তুমি সুন্দর নিশীর আঁধারের মত
তুমি সুন্দর শীতের কুয়াশার
চাদরে মোড়ানো নতুন ভোরের মত ।
তুমি সুন্দর বর্ষার প্রথম ধারার মত ।
তুমি সুন্দর তুমি সুন্দর ।
তুমি সুন্দর নব বধূয়ার
নাকের নলকের মত ।
তুমি সুন্দর গ্রাম্য রমণীর
কাঁখের কলসির মত ।
তুমি সুন্দর দুরন্ত ছোট্ট কিশোরীর মত
তুমি সুন্দর তুমি শুভ্র
তুমি পবিত্র,অপূর্ব
আমার দু নিয়নে ।
তুমি সুন্দর পূর্ণিমা রাতের পূর্ণ চাঁদের মত
তুমি সুন্দর নদীর বয়ে যাওয়া ধারার মত
তুমি সুন্দর ভোরের কুসুমের ন্যায় সূর্যটার মত
তুমি সুন্দর তুমি সুন্দর ।
তুমি সুন্দর নীল আকাশের নিচে
সবুজে ঘেরা অরণ্যের মত ।
তুমি সুন্দর নিশাচর স্বপ্নের মত
তুমি সুন্দর নিশীর আঁধারের মত
তুমি সুন্দর শীতের কুয়াশার
চাদরে মোড়ানো নতুন ভোরের মত ।
তুমি সুন্দর বর্ষার প্রথম ধারার মত ।
তুমি সুন্দর তুমি সুন্দর ।
তুমি সুন্দর নব বধূয়ার
নাকের নলকের মত ।
তুমি সুন্দর গ্রাম্য রমণীর
কাঁখের কলসির মত ।
তুমি সুন্দর দুরন্ত ছোট্ট কিশোরীর মত
তুমি সুন্দর তুমি শুভ্র
তুমি পবিত্র,অপূর্ব
আমার দু নিয়নে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ১৭/০৯/২০১৪সুন্দর উপমায় উপমিত করেছেন কবি। তবে ছন্দটা তেমন মেলেনি।
-
কৌশিক আজাদ প্রণয় ১৭/০৯/২০১৪" তুমি আমার লিখিত কবিতার মতই সুন্দর..." শেষ লাইনটা এটা হলে পারফেক্ট। কারণ কবিতাটা অসাধারণ।
-
পিয়ালী দত্ত ১৬/০৯/২০১৪খুব ভাল
-
রুমা চৌধুরী ১৬/০৯/২০১৪সৌন্দর্য্য দেখার জন্য চোখ ও মনের দরকার হয়।
খুব ভাল লাগল। শুভেচ্ছা রইল। -
স্বপন রোজারিও(১) ১৬/০৯/২০১৪মানুষের কাছে তার প্রিয়তমা সুন্দরই হয়। প্রিয় মানুষটির চেয়ে সুন্দরতম আর কিছু হতে পারে না। পৃথিবীতে সুন্দরের জয় জয়কার। মানুষ সুন্দরের পূজারী।
-
অ ১৬/০৯/২০১৪অনেক সুন্দর উপমা দিয়ে কবিতা সাজিয়েছেন । ধন্যবাদ ।
-
তাইবুল ইসলাম ১৬/০৯/২০১৪খুব চমৎকার কবিতা