স্মৃতি টান
ভুল করেও ভুলিতে পারিনা তারে
যে আছে মোর এ হৃদয় জুড়ে ।
এত সহজে কি ভোলা যায়
এত সহজেই কি মুছে ফেলা যায় ?
হোক না জীবনে মাত্র কয়েকটা দিন,
তবুওতো সত্য, তবুওতো স্মৃতি ।
আকাশের চাঁদটার অমঘ টানে
তারা নিংড়ানো মৃদু আলোয়
হঠাৎ করেই মনে পরে
হঠাৎ করেই ব্যাথ্যা বাড়ে
এই অবুঝ মনটার ।
কি করে ভুলি তারে ?
কি করে ভোলা যায় তারে ?
কোন এক রোদেলা দুপুরে
হঠাৎ করে বৃষ্টি ঝড়ে পড়ে
উত্তপ্ত এই ধরার বুকে ।
আর সেই বৃষ্টির ফোঁটা
চোখের অশ্রু হয়ে ঝড়ে পড়ে
এ হৃদয়ের ক্ষত থেকে ।
ভুল করেও ভুলিতে পারিনা তারে,
যায় কি ভোলা এতই সহজে ?
যে আছে মোর এ হৃদয় জুড়ে ।
এত সহজে কি ভোলা যায়
এত সহজেই কি মুছে ফেলা যায় ?
হোক না জীবনে মাত্র কয়েকটা দিন,
তবুওতো সত্য, তবুওতো স্মৃতি ।
আকাশের চাঁদটার অমঘ টানে
তারা নিংড়ানো মৃদু আলোয়
হঠাৎ করেই মনে পরে
হঠাৎ করেই ব্যাথ্যা বাড়ে
এই অবুঝ মনটার ।
কি করে ভুলি তারে ?
কি করে ভোলা যায় তারে ?
কোন এক রোদেলা দুপুরে
হঠাৎ করে বৃষ্টি ঝড়ে পড়ে
উত্তপ্ত এই ধরার বুকে ।
আর সেই বৃষ্টির ফোঁটা
চোখের অশ্রু হয়ে ঝড়ে পড়ে
এ হৃদয়ের ক্ষত থেকে ।
ভুল করেও ভুলিতে পারিনা তারে,
যায় কি ভোলা এতই সহজে ?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ১৬/০৯/২০১৪বেশ ভালো
-
স্বপন রোজারিও(১) ১৫/০৯/২০১৪সুন্দর
-
অ ১৫/০৯/২০১৪ঠিকই বলেছেন । কিছু স্মৃতি, কিছু মানুষকে কখনো ভোলা যায় না । মনের গহীনে লালন করে যেতে হয় প্রতিনিয়ত ।
ধন্যবাদ । ভালো লাগল ।