সন্নিবৃত্ত
অচেনা শহরের অলিতে গলিতে হেঁটে যাই আমি
বৃষ্টিতে ভিজে এবড়ো থেবড়ো পীচ ঢালা পথে।
থেমে থেমে শুনি কুচকাওয়াজ মেঘমল্লাদের সুরে,
বিজলির রূপের আলোর সাথে বিশুদ্ধ বৃষ্টির বারির ছন্দে।
ভেজা চুল,ভেজা শার্ট,ভেজা এই শুকনো ঠোঁট,
যেন তোমার উষ্ণ চুম্বনে সিক্ত হয়েছি আমি।
হাত ঘড়ির টিক টিক শব্দ যেন ক্ষীণ হয়ে আসছে
সময় যেন বৃষ্টির ফোঁটা ঝড়ে ঝড়ে পড়ছে।
সস্তা দামে কিনবো স্বপ্ন কিছু মুঠো মুঠো ভরে
তাইতো আমি হাত বাড়িয়েছি অগ্নি বৃষ্টিতে,
ধমনী জুড়ে লাল নদী আজ বইছে পীচ ঢালা পথে,
মানুষ গুলোর বসবাস আজ পোকা মাকড়ের সাথে ।
স্বপ্নের চেও সস্তা কিছু জীবন যায়যে চলে,
তাইতো আমি পথ ধরেছি চেনা শহর ছেড়ে অচেনা দূরে
এই বৃষ্টি ভেজা পরন্ত নীল বিকেল বেলাতে ।
বৃষ্টিতে ভিজে এবড়ো থেবড়ো পীচ ঢালা পথে।
থেমে থেমে শুনি কুচকাওয়াজ মেঘমল্লাদের সুরে,
বিজলির রূপের আলোর সাথে বিশুদ্ধ বৃষ্টির বারির ছন্দে।
ভেজা চুল,ভেজা শার্ট,ভেজা এই শুকনো ঠোঁট,
যেন তোমার উষ্ণ চুম্বনে সিক্ত হয়েছি আমি।
হাত ঘড়ির টিক টিক শব্দ যেন ক্ষীণ হয়ে আসছে
সময় যেন বৃষ্টির ফোঁটা ঝড়ে ঝড়ে পড়ছে।
সস্তা দামে কিনবো স্বপ্ন কিছু মুঠো মুঠো ভরে
তাইতো আমি হাত বাড়িয়েছি অগ্নি বৃষ্টিতে,
ধমনী জুড়ে লাল নদী আজ বইছে পীচ ঢালা পথে,
মানুষ গুলোর বসবাস আজ পোকা মাকড়ের সাথে ।
স্বপ্নের চেও সস্তা কিছু জীবন যায়যে চলে,
তাইতো আমি পথ ধরেছি চেনা শহর ছেড়ে অচেনা দূরে
এই বৃষ্টি ভেজা পরন্ত নীল বিকেল বেলাতে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত সামন্ত (বুবাই) ১৬/০৯/২০১৪বানানের দিকে একটু মনোযোগ দেওয়া দরকার। লেখা ভালো।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৬/০৯/২০১৪দুইবার পড়লাম। ভালো লেগেছে।
-
একনিষ্ঠ অনুগত ১৬/০৯/২০১৪সুন্দর।।
-
জসীম উদ্দীন মুহম্মদ ১৫/০৯/২০১৪বেশ ভাল কবিতা!