www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সন্নিবৃত্ত

অচেনা শহরের অলিতে গলিতে হেঁটে যাই আমি
বৃষ্টিতে ভিজে এবড়ো থেবড়ো পীচ ঢালা পথে।  
থেমে থেমে শুনি কুচকাওয়াজ মেঘমল্লাদের সুরে,  
বিজলির রূপের আলোর সাথে বিশুদ্ধ বৃষ্টির বারির ছন্দে।  
ভেজা চুল,ভেজা শার্ট,ভেজা এই শুকনো ঠোঁট,
যেন তোমার উষ্ণ চুম্বনে সিক্ত হয়েছি আমি।
হাত ঘড়ির টিক টিক শব্দ যেন ক্ষীণ হয়ে আসছে  
সময় যেন বৃষ্টির ফোঁটা ঝড়ে ঝড়ে পড়ছে।
সস্তা দামে কিনবো স্বপ্ন কিছু মুঠো মুঠো ভরে  
তাইতো আমি হাত বাড়িয়েছি অগ্নি বৃষ্টিতে,
ধমনী জুড়ে লাল নদী আজ বইছে পীচ ঢালা পথে,
মানুষ গুলোর বসবাস আজ পোকা মাকড়ের সাথে ।
স্বপ্নের চেও সস্তা কিছু জীবন যায়যে চলে,  
তাইতো আমি পথ ধরেছি চেনা শহর ছেড়ে অচেনা দূরে
এই বৃষ্টি ভেজা পরন্ত নীল বিকেল বেলাতে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৯৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বানানের দিকে একটু মনোযোগ দেওয়া দরকার। লেখা ভালো।
  • দুইবার পড়লাম। ভালো লেগেছে।
  • একনিষ্ঠ অনুগত ১৬/০৯/২০১৪
    সুন্দর।।
  • বেশ ভাল কবিতা!
 
Quantcast