তুমি আমার চোখে
তুমি রং ধনুর সাত রং এর অপূর্ব মিশ্রণ ।
তুমি সাগর পারে দাঁড়িয়ে
উত্তাল সমুদ্র দর্শন ।
তুমি বর্ষার প্রথম বৃষ্টির ফোঁটায়
ভেজা মাটির গন্ধ ।
তুমি দক্ষিণার উত্তাল হাওয়ায়
উড়ে যাওয়া সাদা কাশ ফুল ।
তুমি পদ্মার বুকে জেগে উঠা নতুন চর ।
তুমি গভীর অরণ্যে তৃনের মাঝে
ছুটে যাওয়া এক বুনো হরিনী ।
তুমি প্রভাতের প্রথম আলোয়
শ্যামা পাখির কুহু ডাক ।
তুমি আঁধার রাতের কাল আকাশের
নতুন উঠা বাঁকা চাঁদ ।
তুমি সাগর পারে দাঁড়িয়ে
উত্তাল সমুদ্র দর্শন ।
তুমি বর্ষার প্রথম বৃষ্টির ফোঁটায়
ভেজা মাটির গন্ধ ।
তুমি দক্ষিণার উত্তাল হাওয়ায়
উড়ে যাওয়া সাদা কাশ ফুল ।
তুমি পদ্মার বুকে জেগে উঠা নতুন চর ।
তুমি গভীর অরণ্যে তৃনের মাঝে
ছুটে যাওয়া এক বুনো হরিনী ।
তুমি প্রভাতের প্রথম আলোয়
শ্যামা পাখির কুহু ডাক ।
তুমি আঁধার রাতের কাল আকাশের
নতুন উঠা বাঁকা চাঁদ ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কৌশিক আজাদ প্রণয় ১৫/০৯/২০১৪শব্দের অনন্য প্রয়োগ... প্রকৃতির রুপ মহিমায় প্রেয়সী চিত্রিত হয়েছে অসাধারণ ভাবে। এগিয়ে যান কবি
-
একনিষ্ঠ অনুগত ১৫/০৯/২০১৪বাহ।।