www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কুয়াশা

যে দিকেই তাকাই না কেন চারদিক শুধু রহস্যের কুয়াশায় ঘেরা বুন জাল
যেখানে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে ছিটিয়ে আছে দৌরাত্ম্য ,
সবুজহীনা ঘন জঙ্গলের মাঝে চোরাবালির চোরা স্রোত ।
যেখানে পাখিরা উড়ে সীমাবদ্ধতার মাঝে আকাশের খাঁচার ভিতর ,
যেখানে মাকড়সার জালের মত ঘর বাঁধে মানুষ নামক পোকা মাকড় ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৮৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চিরায়ত মানবিক জীবনে লালিত মুহূর্তগুলোতে অদৃশ্য শৃঙ্খল আর বঞ্চনা গ্রাস কবিতার ভাবটিকে সমৃদ্ধ করেছে। আমি জানিনা যে আমার থিংকইং সঠিক কিনা। তবে অল্প শব্দে গভীর ভাবনার প্রকাশ পেয়েছে কবিতাটিতে।
  • সহিদুল হক ১৪/০৯/২০১৪
    ভাল লাগলো শব্দমালা।
  • শিমুদা ১৩/০৯/২০১৪
    ভাল লেগেছে।
  • মোহাম্মদ তারেক ১৩/০৯/২০১৪
    'আকাশেরর খাঁচার ভিতর'....এমন একটা খাঁচা আমার চাই...ভাল হয়েছে লিখাটা..
  • আসলে জীবনটা কুয়াশাচ্ছন্ন নয়। আশা করি আপনার কুয়াশা কেটে যাবে।
    • আমাদের জীবন কুয়াশাচ্ছন্ন নয় , আমাদের চারপাশ আমাদের সমাজ, আমদের নাগরীক জীবন সব কিছুই যেন একটা কুয়াশা, আমরা অনেক কিছুই দেখিনা , অনেক কিছুই শুনিনা, অনেক কিছুই বুঝিনা । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
  • একনিষ্ঠ অনুগত ১৩/০৯/২০১৪
    বেশ লাগলো।।
 
Quantcast