অসমাপ্ত ভালবাসা
নিশী রাত আকাশে একটা নয় দুটা নয় হাজার হাজার লক্ষ লক্ষ তারার মেলা
বাতাসে ভেসে বেড়ানো দু’একটা নিশাচর পাখির ডানা ঝাপটানোর শব্দের সাথে
ঝিরিঝিরি বাতাসে তোমার অবাধ্য চুলগুলো উড়ছে মুক্ত বিহঙ্গের মত ।
সমুদ্রের ঢেঁউ গুলো আছরে পড়ছে তোমার আলতা রাঙ্গা পায়ের কাছে,
জোনাকি পোকারা ঝাঁক ধরে তোমার আস পাশ দিয়ে তাদের মৃদু বিন্দু আলো দিয়ে
তোমায় পথ দেখাচ্ছে তোমার ভালবাসার বাতি ঘরের সেই উদীপ্ত আলোর দিকে ।
ঝিঁঝিঁ পোকাদের ঝিঁঝিঁ ডাক আর সমুদ্রের গর্জনে
তোমার হৃদয়ে যে ঝড় উঠেছে সে ঝড়ের তাণ্ডবে আজ সব কিছু উড়ে যাবে
থাকবে শুধু এই নিশাচর স্বপ্নের বিভোর তোমার আমার অসমাপ্ত ভালবাসা।
বাতাসে ভেসে বেড়ানো দু’একটা নিশাচর পাখির ডানা ঝাপটানোর শব্দের সাথে
ঝিরিঝিরি বাতাসে তোমার অবাধ্য চুলগুলো উড়ছে মুক্ত বিহঙ্গের মত ।
সমুদ্রের ঢেঁউ গুলো আছরে পড়ছে তোমার আলতা রাঙ্গা পায়ের কাছে,
জোনাকি পোকারা ঝাঁক ধরে তোমার আস পাশ দিয়ে তাদের মৃদু বিন্দু আলো দিয়ে
তোমায় পথ দেখাচ্ছে তোমার ভালবাসার বাতি ঘরের সেই উদীপ্ত আলোর দিকে ।
ঝিঁঝিঁ পোকাদের ঝিঁঝিঁ ডাক আর সমুদ্রের গর্জনে
তোমার হৃদয়ে যে ঝড় উঠেছে সে ঝড়ের তাণ্ডবে আজ সব কিছু উড়ে যাবে
থাকবে শুধু এই নিশাচর স্বপ্নের বিভোর তোমার আমার অসমাপ্ত ভালবাসা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ১১/০৯/২০১৪সুন্দর।।
-
০১৬৭৪৬১৯২৭৭ ১০/০৯/২০১৪কবিতাটি পরে ভাল লাগলো
-
অ ১০/০৯/২০১৪ভালো হয়েছে ।
-
স্বপন রোজারিও(১) ১০/০৯/২০১৪সুন্দর অভিব্যক্তি