অন্তরিত
মন্দিরের কাঁসার ঘণ্টার মতই পবিত্র
কিন্তু বেজে যাও সবার হাতের ছোঁয়ায় ।
পবিত্রতার খোলসে ঢাকা
তোমার পুরু রং,
সবটাই মলিন হয়ে যায়
কতই না রং এর ছোঁয়ায় ।
মন্দিরের ঘণ্টার মতই
তুমি বেজে যাও ঠং ঠং ঠং করে ,
ভাব দেবতার ঘুম ভাঙ্গাও
পূজারীর পূজা আরচোনার তরে ।
যেই আসে সিঁড়ি ভেঙ্গে
ইচ্ছে মত যায় বাজিয়ে
ঠাকুরের উঠান মারিয়ে ।
বুঝনা তুমি শুধু যাও বেজে
দেবতার ঘুম ভাঙ্গানোর তরে ।
কিন্তু বেজে যাও সবার হাতের ছোঁয়ায় ।
পবিত্রতার খোলসে ঢাকা
তোমার পুরু রং,
সবটাই মলিন হয়ে যায়
কতই না রং এর ছোঁয়ায় ।
মন্দিরের ঘণ্টার মতই
তুমি বেজে যাও ঠং ঠং ঠং করে ,
ভাব দেবতার ঘুম ভাঙ্গাও
পূজারীর পূজা আরচোনার তরে ।
যেই আসে সিঁড়ি ভেঙ্গে
ইচ্ছে মত যায় বাজিয়ে
ঠাকুরের উঠান মারিয়ে ।
বুঝনা তুমি শুধু যাও বেজে
দেবতার ঘুম ভাঙ্গানোর তরে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পিয়ালী দত্ত ০৯/০৯/২০১৪দারুন
-
স্বপন রোজারিও(১) ০৯/০৯/২০১৪েবশ হয়েছ বেশ
-
কৌশিক আজাদ প্রণয় ০৯/০৯/২০১৪আপন চিন্তার পরিসরকে ব্যপ্ত না করে প্রতিনিয়ত প্রথাকেই লালন করে যাই আমরা।হয়তো বুঝিনা যে সেই প্রথাও শাশ্বত নয়। সময় তার স্বীয় প্রয়োজনে প্রথাবিরোধী হতে শেখায় মানুষকে। তাই নতুনত্বের আবির্ভাবই আরাধ্য। আমার কাছে কবিতার ভাবটি এমনি লেগেছে, অবশ্য ভুল ও হতে পারে। কবির চিন্তা ভিন্নরকমও হতে পারে। অভিনন্দন কবি চমৎকার একটি কবিতা সৃষ্টি করার জন্য।
-
আবু সাহেদ সরকার ০৯/০৯/২০১৪সুন্দর লাগলো লেখাটি কবি বন্ধু। ভালো থাকবেন।