অসমাপ্ত
কত দিন আমি আকাশ দেখিনা তোমার সাথে,
কত রাত আমি তোমার হাতে হাত রেখে
একাকি নির্জন রাতে আকাশের তারা গুনে গুনে
জ্বলন্ত কাঠ কয়লার উষ্ণতায় পাশা পাশি বসে পোহাইনা নিশী ।
তোমার ঠোঁটের উষ্ণ নরম ছোঁয়া,
তোমার চোখের কামুক চাহোনি,
তোমার মনের মাঝে নষ্ট চিন্তার লুকোচুরি
আমি অনুভব করিনা কত দিবস কত রজনী ।
শ্রাবণের কত বর্ষণ মুখোর সন্ধ্যা গেছে আমার ঝড়ে
কত ভরা পূর্ণিমা গেছে আমার কাল মেঘে ঢেকে,
তোমায় একাকি ভেবে চোখের অশ্রু গুলো
চোখের কোনায় এসে স্ফটিকের মত দানে বেঁধে গেছে ।
হৃদয়ের ভিতর অচিন এক পাখির হাহাকার শুনি
আমি জানি না আমি বুঝিনা
কিসের সেই হাহাকার।
বুকের বাম পাশটা মোচর দিয়ে উঠে বারবার
হারাণো সেই দিনগুলো খুঁজে ফিরে ফেরারী এই মনটা আমার ।
কত দিন আমি তোমার হাত ধরে
নিশাচর স্বপ্নের দেশে ঘুরে বেরাইনা
কত দিন আমি কাশ ফুলের ঘন বনে
নীল আকাশ মাথার ওপর রেখে
তোমায় জড়িয়ে ধরে চুমু খাইনা ।
এই অসমাপ্ত প্রেমের করুণ ইতিহাস সাক্ষী
বুকের ক্ষত গুলোর বয়স যতই বারছে
ততই ক্ষতগুলো অনিপুণ ভাবে হৃদয়ের ব্যাথা বাড়াচ্ছে
আর আমি আমার নিজের মাঝেই নিজেই অসমাপ্ত হয়ে
পড়ে আছি নিছক মায়ার ছলে এই ঐন্দ্রজালিক আবনীর বুকে ।
কত রাত আমি তোমার হাতে হাত রেখে
একাকি নির্জন রাতে আকাশের তারা গুনে গুনে
জ্বলন্ত কাঠ কয়লার উষ্ণতায় পাশা পাশি বসে পোহাইনা নিশী ।
তোমার ঠোঁটের উষ্ণ নরম ছোঁয়া,
তোমার চোখের কামুক চাহোনি,
তোমার মনের মাঝে নষ্ট চিন্তার লুকোচুরি
আমি অনুভব করিনা কত দিবস কত রজনী ।
শ্রাবণের কত বর্ষণ মুখোর সন্ধ্যা গেছে আমার ঝড়ে
কত ভরা পূর্ণিমা গেছে আমার কাল মেঘে ঢেকে,
তোমায় একাকি ভেবে চোখের অশ্রু গুলো
চোখের কোনায় এসে স্ফটিকের মত দানে বেঁধে গেছে ।
হৃদয়ের ভিতর অচিন এক পাখির হাহাকার শুনি
আমি জানি না আমি বুঝিনা
কিসের সেই হাহাকার।
বুকের বাম পাশটা মোচর দিয়ে উঠে বারবার
হারাণো সেই দিনগুলো খুঁজে ফিরে ফেরারী এই মনটা আমার ।
কত দিন আমি তোমার হাত ধরে
নিশাচর স্বপ্নের দেশে ঘুরে বেরাইনা
কত দিন আমি কাশ ফুলের ঘন বনে
নীল আকাশ মাথার ওপর রেখে
তোমায় জড়িয়ে ধরে চুমু খাইনা ।
এই অসমাপ্ত প্রেমের করুণ ইতিহাস সাক্ষী
বুকের ক্ষত গুলোর বয়স যতই বারছে
ততই ক্ষতগুলো অনিপুণ ভাবে হৃদয়ের ব্যাথা বাড়াচ্ছে
আর আমি আমার নিজের মাঝেই নিজেই অসমাপ্ত হয়ে
পড়ে আছি নিছক মায়ার ছলে এই ঐন্দ্রজালিক আবনীর বুকে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুজন সারথি ০৯/০৯/২০১৪ভালো লেখা...।
-
একনিষ্ঠ অনুগত ০৯/০৯/২০১৪বেশ সুন্দর লিখেছেন...
-
বিজয় রায় ০৯/০৯/২০১৪বাহ্ বাহ্ এই শুভ্র ভোরে মনটা ভরে গেল
-
স্বপন রোজারিও(১) ০৮/০৯/২০১৪সুন্দর
-
কৌশিক আজাদ প্রণয় ০৮/০৯/২০১৪বিষাদকে চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন।
'জ্বলন্ত কয়লার উষ্ণতায় পাশাপাশি বসে পোহাইনা নিশি'
এক কথায় অসাধারণ। কোথাও প্রগার এক শূন্যতা। বোধ করি এতোগুলো "না"কে ঘিরেই অসমাপ্ততা।
-
কোয়েল ০৮/০৯/২০১৪সত্যই ই অসমাপ্ত প্রেমের অসমাপ্ত সব ইচ্ছারা হয়েছে জড়ো, আপনার কবিতায়।মনটা কেমন ভারী করে দিল।
ভালো লাগল কবিতাটা পড়ে।
অনেক শুভেচ্ছা রইল।