লাশ নিবেন লাশ
লাশ লাশ লাশ ...
লাশ নিবেন লাশ...।
গলিত পঁচা, গুলি খাওয়া, আগুনে ঝলসে যাওয়া লাশ।
আরো আছে বাসের চাপায় তরুণ তরুণীর লাশ।
লাশের বোঝা বয়ে ফেরিওয়ালার মত করে
লাশগুলো করছি বিলি দুর্গন্ধ নাকে সয়ে ।
“ এই লাশ ওয়ালা এই গুলো কার লাশ?”
“ এই গুলো মানুষের লাশ তাজা তাজা লাশ ।
লাগবো স্যার দুই একটা?”
“ শুধু এই কয়টাই নমুনাই আছে আর নাই?”
“ আছে তো স্যার ... ”
বস্তা বন্ধী লাশ, রগ কাটা লাশ
তার সাথে আরও আছে জবাই করা মন্ডু বিহীন লাশ।
“ লাগবে না স্যার? এই গুলো দিয়েও চলবে না স্যার ?
আরও নমুনা লাগবে? ”
প্রতি দিনই মরছে মানুষ আর বারছে আমার আয়
যত নমুনা দিনকার দিন বেরাই চলছে হায়।
রাজপৌরের সবাই আছে যে যার ঠিকানায়
আমি আছি লাশ বিলিতে কাঁচা পয়সায় ।
কার মা বুক হলো খালি তাতে কার কি আসে যায়,
কত শিশু হলো যে এতিম নিষ্ঠুর এই দুনিয়ায় ।
বিধবা হয়ে সাদা শাড়ি পড়ে বিলাপ করে এতিমেরও মায়
‘এই দুনিয়া আমারে রাইখা কথায় গেলে তুমি হায়...।’
এইসব বিষয় ভাবলে কি আর রাজপৌর হয়া যায়
রাজপৌর মানেই আত্ম ত্যাগ অন্যের লাশের মহিমায় ।
লাশ নিবেন লাশ...।
গলিত পঁচা, গুলি খাওয়া, আগুনে ঝলসে যাওয়া লাশ।
আরো আছে বাসের চাপায় তরুণ তরুণীর লাশ।
লাশের বোঝা বয়ে ফেরিওয়ালার মত করে
লাশগুলো করছি বিলি দুর্গন্ধ নাকে সয়ে ।
“ এই লাশ ওয়ালা এই গুলো কার লাশ?”
“ এই গুলো মানুষের লাশ তাজা তাজা লাশ ।
লাগবো স্যার দুই একটা?”
“ শুধু এই কয়টাই নমুনাই আছে আর নাই?”
“ আছে তো স্যার ... ”
বস্তা বন্ধী লাশ, রগ কাটা লাশ
তার সাথে আরও আছে জবাই করা মন্ডু বিহীন লাশ।
“ লাগবে না স্যার? এই গুলো দিয়েও চলবে না স্যার ?
আরও নমুনা লাগবে? ”
প্রতি দিনই মরছে মানুষ আর বারছে আমার আয়
যত নমুনা দিনকার দিন বেরাই চলছে হায়।
রাজপৌরের সবাই আছে যে যার ঠিকানায়
আমি আছি লাশ বিলিতে কাঁচা পয়সায় ।
কার মা বুক হলো খালি তাতে কার কি আসে যায়,
কত শিশু হলো যে এতিম নিষ্ঠুর এই দুনিয়ায় ।
বিধবা হয়ে সাদা শাড়ি পড়ে বিলাপ করে এতিমেরও মায়
‘এই দুনিয়া আমারে রাইখা কথায় গেলে তুমি হায়...।’
এইসব বিষয় ভাবলে কি আর রাজপৌর হয়া যায়
রাজপৌর মানেই আত্ম ত্যাগ অন্যের লাশের মহিমায় ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও(১) ০৭/০৯/২০১৪বাস্তব কবিতা
-
মঞ্জুর হোসেন মৃদুল ০৭/০৯/২০১৪সুন্দর উপস্হাপনা। মুগ্ধ হলাম ভাবনায়।
-
একনিষ্ঠ অনুগত ০৭/০৯/২০১৪লাশের নমুনা বেড়েই চলেছে... দারুণ ইঙ্গিত।
ভালো লাগলো। -
শিমুল শুভ্র ০৬/০৯/২০১৪আসরে সু-স্বাগতম ।
আজ সকালে পড়লাম এখন আবার তবু যেন রেশ থেকে গেলো ভালো লাগার ।