www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রেম এসেছিল

প্রেম এসেছিল শরতের শুভ্র মেঘের ভেলায়
প্রেম এসেছিল ভরা পূর্ণিমার রাতে
চাঁদের জ্যোৎস্নার খেলায় ।
প্রেম এসেছিল বর্ষার বৃষ্টি ভেঁজা সন্ধ্যায়
সৌরভে ভরা কদম তলায় ।
প্রেম এসেছিল …. প্রেম এসেছিল ।
প্রেম এসেছিল নদীর ভরা যৌবনে
থৈ থৈ করা জলে উথাল পাথাল ঢেঁউয়ে ।
প্রেম এসেছিল নীল আকাশের ক্যানভাসে আঁকা
রং ধনুর সাত রং এর আল্পনায় ।
প্রেম এসেছিল আধাঁর রাতে
সহস্র লক্ষ নক্ষত্রের মাঝে ঐ দূর ধ্রুব তারায় ।
প্রেম এসেছিল …. প্রেম এসেছিল ।
প্রেম এসেছিল সাদা কাঁশ ফুলের বনে
মৃদু বাতাসের দোলায় ।
প্রেম এসেছিল বৈশাখের
উত্তাল ঝড়ো হাওয়ায় ।
প্রেম এসেছিল শীতের কুয়াশার চাদরে মোড়ানো
নতুন ভোরের আভায় ।
প্রেম এসেছিল …. প্রেম এসেছিল ।
প্রেম এসে যায় চলে
গীষ্ম, বর্ষা, শরতে ,
প্রেম এসেছিল বড় গোপনে
হেমন্ত, শীত, আর বসন্তে …..
আমি পারিনি চিনতে তারে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৭৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • একনিষ্ঠ অনুগত ০৭/০৯/২০১৪
    প্রকৃতির একেক রূপে একেক রসে প্রেম বার বার আসে... কিন্তু চেনা যায় না সব সময়...

    খুব সুন্দর লিখেছেন কবি ভাই।
  • শিমুল শুভ্র ০৭/০৯/২০১৪
    আসরে সু-স্বাগতম । প্রথম প্রয়াস বেশ ভালো লাগলো ।
 
Quantcast