www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আশ্চর্য আমি

আমি আশ্চর্য;
আমাদের দেশে গার্মেন্টস কর্মী ঈদের দিনে আমরণ অনশন পালন করে।
আমি আশ্চর্য ;
আমাদের দেশের ব্যাবসায়ী মালিক শ্রমিকদের বেতন না দিয়ে ঈদ পালন করে।
আমি আশ্চর্য;
আমাদের দেশের বিবাহিত পুরুষ যৌতুক না পেলে-
নিজ স্ত্রীকে বন্ধুর বেডরুমে পাঠিয়ে দেয়।
আমি আশ্চর্য;
আমদের দেশের স্কুল ছাত্রী ধর্ষিত শিক্ষকের হাতে।
আর মাদ্রাসার শিক্ষকরাও নাকি একই মামলার আস্বামী।
আমি আশ্চর্য;
আমাদের দেশের এক মায়ের ছেলে অন্য এক মায়ের বুক খালি করে।
পুলিশ প্রহরায় মৃত্যু হয় কত মায়ের ছেলে,
কত মেয়ের বাবা,ভাই।
আমাদের দেশেই মন্দির,মসজিদ,ধর্মগ্রন্থ পুড়িয়ে ফেলা হয়।
আশ্চর্য আমি;তবুও আমরা ধার্মিক।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৯৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৮/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast