www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নাবালকের বিচার

#নাবালকের_বিচার


শাস্তি কি করে পাবে ,
ওর যে ধর্ষণের বয়স হয়নি -
ও তো অপ্রাপ্তবয়স্ক #অবোধ_ধর্ষক !
যে জীবন গেছে তা তো আর
ফিরে আসবে না তাই -
ওকে শাস্তি দিওনা ,ওর হাতে
দশ হাজার টাকা আর সেলাই মেশিন
ধরিয়ে দাও -----

ওকে দেখে আরো কিছু বিষ্ঠার কীট
শিখুক কিভাবে ধর্ষণ করতে হয় !

ও সেলাই করার পাশে পাশে
ধর্ষণ শিখানোর পাঠশালা খুলে বসুক ,
যেখানে ওর মতো আদর্শ ধর্ষকের
প্রমাণ দিয়ে সেলাই মেশিনের
ট্রফি জিততে হয় ,তা শিখতে পারবে !

তারপর যা হয় --
কোন এক জ্যোতির্ময়ী কিংবা তিলোত্তমার
উপর চালাবে পাশবিক ক্রীড়া ,
তারপর হত্যালীলা ----

আমার চোখ তো কালো কাপড়ে বাঁধা ,
আর কান তো কবেই হয়েছে অকেজো !
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১২৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/১২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোবারক হোসেন ২০/০১/২০১৬
    ভাল
  • সীমা সান্যাল ০৩/০১/২০১৬
    অপরাধ আজ ছোটো হয়ে যায়
    বয়সে সে নাবালক
    সুপ্রিমকোর্ট নির্দেশ দিলো
    ওর শুধু ভালো হোক।।।।
    মন খারাপ হয়ে গেলো পড়ে..... বড্ডো কঠিন বাস্তব যে।।।।
  • নির্ঝর ৩১/১২/২০১৫
    ট্রাজেডি
  • চমৎকার। শুভেচ্ছা রইলো কবি।
  • জে এস সাব্বির ৩১/১২/২০১৫
    হুমম ।ঠিক বলেছেন
  • সুন্দর বিচার ও শাস্তি দিওনা ওকে
  • নির্ঝর ৩০/১২/২০১৫
    সুন্দর
 
Quantcast