www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নাবালক সমাজ

#নাবালক_সমাজ


এক সময় নাকি এমন সমাজ ছিলো
সেখানে শুধু ভালবাসার অপরাধে
মৃত্যু দন্ড হতো !
কি সাংঘাতিক সাবালক ছিল সেই সমাজ -
প্রেমের পরিণামে যেখানে প্রাণনাশ হতো ,
সেখানে ধর্ষণ শব্দটাই বোধহয়
শুধু সংবিধানে নথি ভুক্ত ছিল l
এখন এই সমাজে একের পর এক -
দিল্লী থেকে পার্কস্ট্রীট , আরো কতো
কোনায় কোনায় ,চলে পাশবিক যোনি কর্ষণ !
তা তো আড়ালে থেকে যায় ,কারণ
এটা আজ নাকি শুনতে শুনতে সয়ে গেছে l

এক সন্ধ্যায় মোমবাতি জ্বালানোর পর ,
ভুলেই যায় আগের রক্তাক্ত মুখগুলো !
আর ভুলিয়ে দেয় কিছু নাবালকের
সাবালকচিত পাশবিক অত্যাচারগ্রস্থ ,
রক্তে ভেজা নাবালিকার দেহ -

সমাজের একক -মানুষ নামক কোষগুলো
ঝিমিয়ে আছে ,ঘুমিয়ে আছে
মাইট্রকোনড্রিয়ায় শক্তি শেষ !
তাই জাগেনা লোমকূপ ,
জানিনা জাগবে কবে ---

তবে যে জেগে উঠেছিল ,
সে বলে গেছে -ঘরে ছেলে
ঢুকিয়ে ----- করিয়ে দেবো !
আমাকে চেননা ,আমি #শামুকডাঙ্গার ছেলে l
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৮১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০১/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বলতে খারাপ লাগছে , একটু কূটনীতি প্রয়োগ করুন। ব্যক্তি বিশেষ বা রাজনৈতিক দল কে না জড়িয়ে বা উক্তি না উদ্ধৃত করে ক্যাপসুল করে লিখুন। উত্পল দত্তের নাটক দেখেছেন / পড়েছেন ? সেটাই কায়দা।
  • আপনার প্রতিবাদ ও আবেগ বুঝেই বলছি , আসরের নিয়ম দেখে নিন। বর্তমান অবস্থায় কবিতাটি প্রকাশ করা যাবে না।
 
Quantcast