আসার আলোর সন্ধানে
আগামী নির্বাচনে বিএনপির জন্য কোনো আশার খবর আছে কি না—এমন কৌতূহল ও উদ্বেগ দলটির নেতৃত্বের গণ্ডি পেরিয়ে সমর্থকদের মধ্যেও বাড়তে শুরু করেছে। কিন্তু এর উত্তর দলটির সিনিয়র নেতারা দিতে পারছেন না। কারণ এক-এগারোর সময়ে পড়া সংকটের মধ্যেই এখনো ঘুরপাক খাচ্ছে বিএনপি। সংগঠনকে চাঙ্গা করার জন্য কিছু কিছু উদ্যোগ নেওয়া হলেও বস্তুত আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে আশাবাদী হওয়ার মতো কোনো কর্মসূচি ও দিকনির্দেশনা এখনো দলটির নেই। দলের নেতাকর্মীদের একত্রিত করে দলকে পুনরায় চাঙ্গা করার মতো কোন ধরনের উদ্যোগ নেওয়ার সক্ষমতাও বিএনপি হারিয়ে ফেলেছে। এখন এমন আলোচনাই বেশি দলটি নিজস্ব নেতাকর্মীদের মধ্যে। যার ফলে বিএনপির নেতাকর্মীরা রাজনৈতিক ভাবে নিজেদেরকে অসহায় মনে করছে এবং রাজপথে নেমে আন্দোলন করতে ভয় পাচ্ছে। বিএনপি এখন রাজনৈতিক মেরুকরণের ক্ষেত্রেও পিছিয়ে আছে। ক্ষমতায় যেতে হলে ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের আদলে বৃহত্তর জোট গঠনের পরামর্শ বিভিন্ন মহল থেকে এলেও বিএনপির ডাকে এ পর্যন্ত কোনো রাজনৈতিক দল সাড়া দেয়নি। বিএনপির নেতারা জানে ব্যাপক জনসমর্থনের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা নিশ্চিত না হলে আগামী দিনেও জয়লাভ করা সম্ভব নয়। খালেদা জিয়াসহ বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যেও বিষয়টি আলোচনায় আছে। তাদের মতে, জনসমর্থনের বিষয়টিতে বিএনপির আস্থা আছে, কিন্তু শুধু এর ওপর ভর করে নির্বাচনে জয়লাভ তথা ক্ষমতায় আসা সম্ভব নয়। তাই আগামী নির্বাচনে জয়লাভ করার মতো কোন প্রকার আশার আলোয় দেখছে না বিএনপির নেতাকর্মীরা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুল ইসলাম ফারাবী ১১/০৯/২০১৭nice
-
অনির্বাণ সূর্যকান্ত ০৬/০৯/২০১৭তবে আওয়ামী লীগ হয়তো ক্ষমতাতে আছে সেটা অনেক কিছু ব্যাক আপের কারনে।
না হলে বিগত নির্বাচন যে পদ্ধতিতে হয়েছে সেটাকে একমাত্র দলান্ধ মানুষ ছাড়া কেউ সাপোর্ট করবে না।
হাঁ, একটা কারনে সেটা করে আওয়ামী লীগ পার পেয়ে গেছে। তবে তার বিনিময়ে দেশে যে অবস্থা তাতে করে বি এন পির মতো দল কিছুই করতে পারবে না। কারন দলটাতে অশুদ্ধতা আজো রয়ে গেছে।
এই দল টা হল অবৈধ ভাবে জন্ম নেওয়া দল। -
মোনালিসা ০৪/০৯/২০১৭ভাল
-
আব্দুল হক ০৩/০৯/২০১৭অনেক , বেশ সুন্দর লিখেছেন, ধন্যবাদ!!
-
কামরুজ্জামান সাদ ০৩/০৯/২০১৭গুরুত্বপূর্ণ আর্টিকেল