www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নিজস্ব অর্থায়নে সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে দেশ

বাংলাদেশের অর্থনীতির আকার ক্রমেই বড় হচ্ছে। বাড়ছে আমাদের সক্ষমতা। এখন নিজস্ব অর্থায়নের হচ্ছে দেশের উন্নয়ন। আগামী ২০১৭-১৮ অর্থবছরের জন্য রেকর্ড ১ লাখ ৬৪ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন পেল। এডিপির বরাদ্দ বাড়ছে ৩৮ দশমিক ৫১ শতাংশ।পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ২৪ ভাগ। একইসঙ্গে মাথপিছু আয় বেড়ে ১ হাজার ৬০২ ডলার। কিছু কিছু খাতে অসঙ্গতি মনে হলেও সঠিক পথে হাঁটছে বাংলাদেশ। ‘অর্থনীতির সাইজ বড় হচ্ছে। ২৪৮ বিলিয়ন ডলারের বর্তমান অর্থনীতিতে এডিপির আকার বড় হবে এটাই স্বাভাবিক। ১ লাখ ৬৪ হাজার ৮৪ কোটি টাকার এডিপির মধ্যে নিজস্ব তহবিল হতে জোগান হবে ৯৬ হাজার কোটি টাকা। ‘এখন আমাদের যা করতে হবে নিজস্ব অর্থায়নেই করতে হবে। কারণ বিদেশি সাহায্য আর ওইভাবে পাওয়া যাবে না। বিদেশি অর্থায়ন যাও আসে তা দিয়ে সেভাবে দেশ এগিয়ে যেতে পারে না। কারণ যা দেয় তা দিয়ে অল্প অল্প করে এগোতে আমাদের অনেক বছর লেগে যাবে। ’‘সরকারের হাইওয়ে কিংবা বড় বড় ফ্লাইওভারে কম হলেও টোল নেওয়া উচিত। তা না হলে নিজস্ব অর্থায়ন ব্যবস্থা জোরদার করা যাবে না। অন্যদিকে বেসরকারি কিংবা পিপিপির আওতায় বেশি বেশি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে হবে। তবে জনগণের জন্য বোঝা হয় এমন প্রকল্পও নেওয়া যাবে না। ’যদিও রপ্তানি ও রেমিটেন্সে প্রতিকূল হাওয়া বইছে। ‘আশার কথা হচ্ছে বর্তমানে মূল্যস্ফীতির হার সীমার মধ্যেই রয়েছে। রপ্তানি কমে আমদানি বাড়ায় ঘাটতি বেড়েছে। রিজার্ভে স্বস্তি আছে। আমাদের সক্ষমতা অনেক বেড়েছে। রাজস্ব আদায়, আমাদানি-রপ্তানি ও রেমিট্যান্সসহ সরকারি-বেসরকারি বিনিয়োগ বেড়েছে। এডিপির আকার দেড় লাখ কোটি টাকা ছাড়িয়েছে। বিবিএসের হিসাবে চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ২৪ ভাগ, যা যে কোনো সময়ের তুলনায় সর্বোচ্চ। ’‘মাথপিছু আয় বৃদ্ধি পেয়ে ১ হাজার ৬০২ ডলার, যা আগের বছর ছিল ১ হাজার ৪৬৫ ডলার। বিনিয়োগের পরিমাণ চলতি অর্থবছর বেড়ে হয়েছে ৩০ দশমিক ২৭ ভাগ। বিশ্বে একমাত্র ভারত ৭ শতাংশের ওপরে প্রবৃদ্ধি অর্জন করেছে, আর বাংলাদেশ এই অর্জন করল। ২০১৭-১৮ অর্থবছর প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ দশমিক ৪ শতাংশ। আমরা এটিও অর্জন করব।’
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৯৯৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৯/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast